শাহরুখের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জনে মুখ খুললেন রোহিত
Published: 22nd, April 2025 GMT
‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমা বিশাল সাফল্যের পর ‘দিলওয়ালে’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ খান ও নির্মাতা রোহিত শেঠি। তবে দ্বিতীয় ছবিটি বক্স অফিসে তেমন সফল না হওয়ায় তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে-এমন গুঞ্জন বহুদিন ধরেই বলিউডে ঘুরছে। অবশেষে রোহিত শেঠি নিজেই সে গুঞ্জনের জবাব দিলেন।
‘গেম চেঞ্জার্স’ পডকাস্টে কোমল নাহতার সঙ্গে আলাপচারিতায় রোহিত স্পষ্টভাবে বলেন, ‘না, শাহরুখের সঙ্গে এমন কিছুই হয়নি।’
শাহরুখ খানের সঙ্গে তাঁর ব্যক্তিগত দ্বন্দ্ব নেই ব্যাখ্যা করে রোহিত বলেন, “আমাদের মধ্যে পারস্পরিক সম্মান আগেও ছিল সেটা এখনও বজায় রয়েছে। ‘দিলওয়ালে’ সিনেমার পর আমরা ঠিক করি নিজেদের প্রোডাকশন হাউজ খুলব এবং নিজেরাই সিনেমা তৈরি করব। যদি ক্ষতি হয়, সেটাও আমাদেরই হোক। যদিও ‘দিলওয়ালে’ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।”
রোহিত জানান, ‘দিলওয়ালে’ হয়তো ভারতের বাজারে প্রত্যাশা অনুযায়ী চলেনি, কিন্তু আন্তর্জাতিকভাবে এটি ছিল একটি বড় সফলতা। ছবিটি শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত হয়েছিল।
রোহিত শেঠি আরও জানান, চলচ্চিত্র দুনিয়ায় গড়ে ওঠা সম্পর্কগুলো তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ। অজয় দেবগনের সঙ্গে তাঁর ভাইয়ের মতো সম্পর্ক, যেখানে অজয়কে তিনি বড় ভাই হিসেবেই দেখেন। পাশাপাশি রণবীর সিং ও দীপিকা পাডুকোনের সঙ্গেও তাঁর গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে।
দীপিকার পেশাদারিত্বের প্রশংসা করে রোহিত বলেন, “সে ‘সিংগাম এগেইন’ এর শেষ শিডিউলের শুটিং শেষ করেছে যখন সে চার মাসের গর্ভবতী। এমন সম্পর্ক সত্যিই খুব বিরল।”
বর্তমানে শাহরুখ খান তাঁর নতুন ছবি ‘কিং’ সিনেমা নিয়ে ব্যস্ত, যেখানে প্রথমবার তিনি মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে আরও থাকছেন অভিষেক বচ্চন ও অভয় বার্মা।
অন্যদিকে রোহিত শেঠি ব্যস্ত রয়েছেন ‘সিংহাম এগেইন’ নিয়ে-তাঁর জনপ্রিয় ‘কপ ইউনিভার্স’-এর নতুন কিস্তি, যেখানে দেখা যাবে একঝাঁক তারকাকে।
এই খোলামেলা বক্তব্যের পর রোহিত ও শাহরুখের সম্পর্কে ভাঙনের গুজব কার্যত বন্ধ হয়ে গেল বলেই মনে করছেন বলিউডের অনেকে। সূত্র: বলিউড হাঙ্গামা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: দ লওয় ল
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//