মাগুরার সেই ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনকে আইনি সহায়তা দিতে ঢাকা থেকে আইনজীবী নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মো. মফিজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিদপ্তরের স্পেশাল প্রসিকিউটর অ্যডভাইজর (অ্যাটর্নি জেনারেল এর সমমর্যাদার সুবিধাদি প্রাপ্ত) অ্যডভোকেট মো.

এহসানুল হক সমাজীকে এ বিষয়ে নিয়োগ দেওয়া হয়।

দেশব্যাপী আলোচিত এই মামলায় চারজনকে আসামি করে ৮ মার্চ শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে (৪৭) প্রধান আসামি করা হয়। এছাড়া শিশুটির বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭) ও সজীবের  মা রোকেয়া বেগমকে (৪০) আসামি করা হয়েছে। তারা চারজনই বর্তমানে কারাগারে আছেন।

এই শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় ২০ এপ্রিল জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদের আদালতে এ শুনানি হয়। শুনানিতে হিটু শেখসহ সব আসামিকে আদালতে হাজির করা হয়।

মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত ৬ মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেনটি, হত্যারও চেষ্টা চালিয়েছেন।

এ ঘটনায় গেল ১৩ এপ্রিল জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। তদন্ত প্রতিবেদনে মামলায় চার আসামিকেই অভিযুক্ত করা হয়। 

এ বিষয়ে মাগুরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল বলেন, ইতোমধ্যে অবগতি হয়েছি যে মাগুরার চাঞ্চ্যলকর আছিয়া হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন আইনজীবীকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যদা সম্পন্ন সুবিধাভোগী  হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি দ্রুত তিনি মামলার বিষয়ে অবগত হবেন এবং রাষ্ট্রপক্ষ কে সহযোগিতা করবেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য আইনজ ব

এছাড়াও পড়ুন:

মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।

আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।

ঢাকা/এম/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য ৩ চিকিৎসকের
  • শ্রম আদালতে ঝুলছে ২২ হাজার মামলা
  • মাওলানা রইস হত্যার বিচার দাবি জানিয়ে ১০২ নাগরিকের বিবৃতি
  • বৈষম্যবিরোধী আন্দোলন ও কিশোর গ্যাংয়ের মামলায় আসামিপক্ষে সরকারি আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ
  • চিন্ময় দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, রোববার ফের শুনানি
  • চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন, শুনানি হতে পারে রোববার
  • আনিসুল-সালমান-মামুন রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার আতিক
  • আবারও নিরপরাধ দাবি হিটু শেখের, ভিন্ন কথা সাক্ষীদের
  • কিউআর কোডসহ অনলাইন যাচাই ব্যবস্থা প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে কমিটি গঠনের নির্দেশ
  • মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট