বয়স ৩০ হলে যেসব বিষয়ে গুরুত্ব দিতে পারেন
Published: 24th, April 2025 GMT
৩০ বছর বয়সে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে। এক জীবনের একটা গুরুত্বপূর্ণ পথ যেমন পাড়ি দিয়ে দেয় আবার একটি গুরুত্বপূর্ণ পথ পাড়ি দেওয়ার অপেক্ষায় থাকে। থাকে সুনির্দিষ্ট গন্তব্য। আর গন্তব্যে পৌঁছাতে মানুষ ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত সম্পর্কগুলো কীভাবে এগিয়ে নেবে সেই বিষয়ে করণীয় ঠিক করে নেয়। বয়স ৩০ হলে যে যে বিষয়ে গুরুত্ব দিলে আপনার গন্তব্যে পৌঁছানো সহজ হতে পারে—
জেনে নিন।
নিরব থাকতে শিখুন: নিরবতা অপ্রয়োজনীয় নাটকীয়তার থেকে ভালো।
আপনার চেয়ে এগিয়ে থাকা মানুষের সঙ্গে কাজ করুন: আপনার চেয়ে এগিয়ে থাকা মানুষের সঙ্গে কাজ করুন কিন্তু প্রতিযোগিতা করবেন না। প্রতিযোগিতা এক ধরনের দুর্বলতা।
আরো পড়ুন:
স্বপ্নপূরণে যে পরামর্শ দিলেন শাহরুখ খান
ষাটের দশকের হেঁশেলের চিত্র ‘খাদ্যবিলাস’
পরিবার গড়ে তুলুন: নিজের পরিবার গড়ে তুলুন। পরিবার অনেক গুরুত্বপূর্ণ জীবন ও সমাজের জন্য। তা ছাড়া আপনি নিজেও কোনো না কোনো পরিবার থেকেই এসেছেন।
শুধুমাত্র বেতনের জন্য কাজ করবেন না: যে কাজটি করছেন সেখানে যদি কোনো মূল্যায়ন না থাকে, যদি কাজটি আপনার স্বপ্নের বিপরীত সেই কাজ থেকে সরে যেতে পারেন। বিশেষ করে কাজটি যদি আপনার স্বপ্নের অন্তরায় হয়ে দাঁড়ায় তাহলে আপনার সরে যাওয়া উচিত।
কাউকে অকারণে পরামর্শ দিতে যাবেন না: আপনি যাকে পরামর্শ দিতে যাচ্ছেন তিনি হয়তো আপনার সম্পর্কে ভালো জ্ঞানই রাখেন না। সুতরাং আপনার পরামর্শ তার কাছে গুরুত্বহীন হতে পারে।
অহংকারী বন্ধুদের থেকে দূরে থাকুন: যারা আপনার প্রাপ্তি উদযাপন করতে পারেন না, আপনার প্রাপ্তিতে খুশি হয় না এমন বন্ধু থেকে দূরে থাকুন। বরং সেই বন্ধুকে সময় দিন, যে বন্ধু আপনাকে সাহস ও প্রেরণা দেয়।
বাবা-মাকে দোষারোপ করা বন্ধ করুন: এই বয়সে এসে জীবনে কি পেয়েছেন আর কি পান নি সেই বিষয়ে বাবা মাকে দোষারোপ করবেন না। নিজেই আত্মনির্ভলশীল হোন।
উল্লেখ্য, ৩০ বছর বয়স জীবনের এমন একটি স্তরে আমাদেরকে পৌঁছে দেয়, এই বয়সে এসে শুধু সফল হওয়ার উপায় খুঁজে লাভ নেই বরং সফল হওয়ার জন্য কাজ শুরু করা উচিত। আপনি যদি কাজ শুরু করার জন্য সঠিক সময়ের অপেক্ষায় বসে থাকেন তাহলে আপনার পুরো জীবনেও সেই সময় খুঁজে পেতে নাও পারেন। জীবনে যা হারাবেন তার কোনো কিছুই ফেরত আসবে না।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আপন র প আপন র স পর ব র র জন য
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//