বিসিএসকে যুগোপযোগী করতে অন্য দেশের সিলেবাস জোগাড় করা হচ্ছে: মোবাশ্বের মোনেম
Published: 24th, April 2025 GMT
বিসিএস পরীক্ষার সিলেবাস যুগোপযোগী করার কাজ চলছে। ৪৯ তম বিসিএস থেকে যুগোপযোগী সিলেবাস হবে। অন্য দেশের সিভিল সার্ভিসের সিলেবাস জোগাড় করা হচ্ছে। নতুন সিলেবাস এমন হবে যেন প্রার্থী বিশ্বে নিজেকে যোগ্য করে তুলতে পারেন। পিএসসি হবে শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের বাংলাদেশ সরকারি কর্মকমিশনে পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এসব কথা বলেছেন। পিএসসির কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ, পদ ৬৬২২৩ এপ্রিল ২০২৫৪৬ তম বিসিএসের প্রশ্নফাঁসের অভিযোগ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ব্যর্থ হলেও তুলে ধরব। বাতিল করার মতো যথেষ্ট প্রমাণ নেই। সিআইডি ঘটনাটি তদন্ত করছে। যদি কেউ শনাক্ত হয় তাকে বাতিল করা হবে। চাকরি হয়ে গেলেও বহিষ্কার হবেন। পুরা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিইনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও পিএসসির কাছে ভ্যারিফাই করে নেবেন। গুজবে চাপ তৈরি হয়।
মোবাশ্বের মোনেম বলেন, এক থেকে দেড় বছরের মধ্যে পিএসসির জট কমিয়ে আনবে। আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে জট খোলার অগ্রগতি দেখা যাবে। এ জন্য কোনো পরীক্ষা পেছাতে চাচ্ছি না অন্য দেশের সিলেবাস জোগাড় করেছি। বিসিএসের সিলেবাস যুগোপযোগী করার কাজ করছি। ৪৯ থেকে যুগোপযোগী সিলেবাস হবে। গবেষণা হচ্ছে। নতুন সিলেবাস এমন হবে চাকরিপ্রার্থীরা যেন বিশ্বে নিজেকে যোগ্য করে তুলতে পারে।
আরও পড়ুনসরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, পদ ৬০৮টি৯ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন