৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ফারহান লাবীব (জিসান) ও সাধারণ সম্পাদক হিসেবে নিলয় রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫–এর লক্ষ্যে ৩৮তম ব্যাচের সবার ঐকমত্যের ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। ইয়াসিন সাদেককে প্রধান এবং শাহেদ আরমান ও জান্নাতুল মাওয়ার সমন্বয়ে সেই কমিশন গঠন হয়। এই কমিশনের ২২ এপ্রিল ঘোষিত নির্বাচনের তফসিল মোতাবেক প্যানেল দাখিলের সর্বশেষ সময় ছিল গতকাল বৃহস্পতিবার। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো প্যানেল দাখিল না করায় জিসান-নিলয় প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এই প্যানেল থেকে ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম হাসানুর রহমান, সহসভাপতি মো.

এহসানুল হক শিপন ও মো. সানাউল মোর্শেদ নির্বাচিত হয়েছেন।

জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মো. মঈন খান এলিস, দপ্তর সম্পাদক পদে মো. তৌহিদুল ইসলাম বারি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহারুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক মো. মাহবুবুল ইসলাম, মানবসম্পদবিষয়ক সম্পাদক লাবনী আক্তার, ক্রীড়া সম্পাদক মো. মাসুম বিল্লাহ, পরিবেশবিষয়ক সম্পাদক সায়েদা খানম, আন্তক্যাডার সম্প্রীতিবিষয়ক সম্পাদক কাজী মো. মেশকাতুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক পলাশ চন্দ্র সরকার, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. শরিফুল হক, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, উন্নয়ন ও গবেষণাবিষয়ক সম্পাদক আফতাব আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক সাদিয়া আকতার, সহদপ্তর সম্পাদক নাসরিন, বিভাগীয় সম্পাদক (ঢাকা) শাহাদাত হোসেন খান, বিভাগীয় সম্পাদক (চট্টগ্রাম) মুহাম্মদ আরাফাত হুসাইন, বিভাগীয় সম্পাদক (রাজশাহী) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, বিভাগীয় সম্পাদক (খুলনা) এ এস এম শাহেনওয়াজ মেহদী, বিভাগীয় সম্পাদক (বরিশাল) তাসফিক সিবগাত উল্লাহ, বিভাগীয় সম্পাদক (সিলেট) সুশান্ত সিংহ, বিভাগীয় সম্পাদক (রংপুর) মো. বোরহান উদ্দিন ও বিভাগীয় সম্পাদক (ময়মনসিংহ) পদে শেখ তাকী তাজওয়ার নির্বাচিত হয়েছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র ব চ ত হয় ছ ন ল ইসল ম

এছাড়াও পড়ুন:

মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিএনপির দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে।

বহিষ্কৃত নেতারা হলেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান লস্কর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। এর মধ্যে মতলব উত্তরের আবদুল মান্নান লস্করকে চাঁদাবাজির মামলায় গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মান্নান লস্কর ও আনোয়ার হোসেন ভূঁইয়াকে চাঁদাবাজি, দখলদারি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই একই অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন গাজীকেও দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদের (মানিক) মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জেনেছেন। তবে এ ব্যাপারে  চিঠি এখনো পাননি। যেকোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এটি অন্যান্য নেতার জন্যও একটি বার্তা ও শিক্ষা।

সম্পর্কিত নিবন্ধ

  • নেতা হতে আসিনি, সেবা করতে মাঠে আছি : মুজাহিদ মল্লিক
  • ছাত্রত্বের ভুয়া পরিচয় দেন সভাপতি, কমিটি ঘোষণার দিন শর্ট কোর্সে ভর্তি হন সম্পাদক
  • তিন বাহিনীর প্রধান ও দুই গোয়েন্দাপ্রধান নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব ঐকমত্য কমিশনের
  • ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, নিয়মিত ছাত্রত্ব নেই সভাপতি ও সম্পাদকের
  • মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার