প্রশাসনিক কাজে কর্মীদের বছরে ১২২ ঘণ্টা বাঁচাবে এআই
Published: 25th, April 2025 GMT
প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে বছরে ১২২ ঘণ্টা সময় বাঁচাতে পারবেন কর্মীরা। এতে করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। আজ শুক্রবার নিজেদের একটি পরীক্ষামূলক প্রকল্পের ফলাফল নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে গুগল।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা–বিষয়ক চ্যাটবট ‘জেমিনি’ উন্নয়নে কাজ করছে। গতকাল প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের তিন ভাগের দুই ভাগই—বিশেষ করে বয়স্ক নারীরা নিজেদের কর্মক্ষেত্রে কখনো এআই ব্যবহার করেননি। কর্মীদের এআই ব্যবহারের অনুমতি এবং সামান্য প্রশিক্ষণ দিলে, তাঁরা নতুন এই প্রযুক্তির সঙ্গে দ্বিগুণ খাপ খাইয়ে নিতে পারবেন।
গুগলের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের প্রেসিডেন্ট ডেবি উইনস্টেইন বলেছেন, তাঁদের এই পরীক্ষামূলক প্রকল্প একটি ছোট ব্যবসা নেটওয়ার্ক, শিক্ষা–সংক্রান্ত দাতব্য সংস্থা ও একটি সংগঠনে চালানো হয়েছিল। তাতে দেখা গেছে, প্রশাসনিক কাজে এআই ব্যবহার করলে প্রতিবছরে গড়ে কর্মীদের ১২২ ঘণ্টা করে বাঁচবে। তবে এ ক্ষেত্রে একটি বাধা আছে। তা হলো, কর্মীদের অনেকেই মনে করেন কর্মক্ষেত্রে এআইয়ের ব্যবহার বৈধ নয় বা এমনটি করা উচিত নয়।
এ সাক্ষাৎকারে ডেবি উইনস্টেইন বলেন, ‘মানুষ (এআই ব্যবহারের) অনুমতি চায়। তারা মনে করে, এটি করা কি আমার জন্য উচিত হবে? তাই তাদের এ নিশ্চয়তা দেওয়াটা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ। একবার তারা যখন (এআই) ব্যবহার শুরু করবে এবং তাদের আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য কয়েক ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে, তখন তারা এই প্রযুক্তিটি দ্বিগুণ ব্যবহার করা শুরু করবে।’
গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের পরীক্ষামূলক প্রকল্পে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৫৫ বছরের বেশি বয়সী ১৭ শতাংশ নারী আগে প্রতি সপ্তাহে এআই ব্যবহার করতেন। আর প্রতিদিন এআই ব্যবহার করতেন মাত্র ৯ শতাংশ। তবে প্রশিক্ষণের তিন মাস পর তাঁদের ৫৬ শতাংশ প্রতি সপ্তাহে এআই ব্যবহার করছেন এবং প্রতিদিন এআই ব্যবহার করছেন ২৯ শতাংশ নারী।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ম দ র
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়