অনুশোচনা থেকে ২২ বছর পর মোটর চুরির টাকা ফেরত
Published: 26th, April 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০০৩ সালে পৌর শহরের রাধানগরের টিঅ্যান্ডটি-সংলগ্ন নির্মাণাধীন একটি বাড়ি থেকে পানি তোলার মোটর চুরি হয়। মোটরটি দুই হাজার টাকায় বিক্রি হয়। ২২ বছর পর এ ঘটনার অনুশোচনা হয়েছে। মোটর বিক্রির দুই হাজার টাকা মালিককে ফেরত দেওয়া হয়েছে। মালিক টাকা পেয়ে তা মসজিদের উন্নয়নে দান করবেন বলে জানিয়েছেন।
বাড়িটির মালিক মো.
ইফরান মোর্শেদ জানান, শুক্রবার জুমার নামাজের পর সড়ক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও তাঁর (ইফরান) এক বড় ভাইকে ওই ব্যক্তি সব খুলে বলেন। তিনি নিজের অনুশোচনার কথা জানান। এক পর্যায়ে হুজুরের কাছে এর থেকে পরিত্রাণ সম্পর্কে জানতে চান। হুজুর তখন মোটর বিক্রির টাকা মালিককে ফেরত দিতে বলেন। তিনি (ইফরান) প্রথমে মোটর বিক্রির টাকা নিতে চাননি। কিন্তু হুজুরের পরামর্শে তিনি টাকা নেন এবং তা মসজিদে দান করার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ‘আমি যতটুকু জানি সে এখন আর এ পথে নেই।’
উৎস: Samakal
কীওয়ার্ড: ব র হ মণব ড় য়
এছাড়াও পড়ুন:
গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন কোচ ও বংশী জাতিগোষ্ঠীর দুই শতাধিক সদস্য
গাজীপুরে কোচ ও বংশী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দুই শতাধিক সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন। আজ সোমবার দুপুরে সদর উপজেলার নৌলাপাড়া এলাকার জেসন গেট মাঠে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাঁদের ফুল দিয়ে বরণ করা হয়।
কোচ ও বংশী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এসব সদস্যকে বিএনপিতে বরণ করে নেন দলটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ (শ্রীপুর, গাজীপুর সদর উপজেলার একাংশ ও সেনানিবাস এলাকা) আসনের দলীয় প্রার্থী রফিকুল ইসলাম। তিনি অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এসব সদস্যকে স্বাগত জানিয়ে রফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী সরকারের হাতেই তাঁরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যেখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই নিরাপদে থাকতে পারে।
রফিকুল ইসলাম আরও বলেন, বেগম খালেদা জিয়া সব সময়ই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করেছেন। আগামীর নেতা তারেক রহমানও তাঁদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন। তাঁর ঘোষিত ৩১ দফায় আদিবাসীদের দাবিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএনপিতে যোগ দিয়ে কোচ ও বংশী জাতিগোষ্ঠীর সদস্যরা নিজেদের ভূমি ও বাসস্থান নিয়ে বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। এসব সমস্যার সমাধানে সবার সহযোগিতা চেয়েছেন তাঁরা।