মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্তর্মুখী নীতি গ্রহণ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা যে এখনো ভেঙে পড়েনি, তাতে স্বস্তির নিশ্বাস ফেলেছেন বিশ্বের নীতিপ্রণেতারা।

গতকাল শনিবার শেষ হওয়া বিশ্বব্যাংক ও আইএমএফের পাঁচ দিনব্যাপী বসন্তকালীন বৈঠকে মূলত বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে এ বৈঠক চালকালে ওয়াশিংটন বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা প্রশমন নিয়েও কথা বলেছে।

কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে ফেডারেল রিজার্ভ ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আক্রমণ করেছেন, তাতে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকার ও অর্থমন্ত্রীদের মনে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, মার্কিন ডলার যেভাবে এত দিন বিশ্বের নিরাপদ মুদ্রা হিসেবে বিবেচিত হয়েছে এবং বিশ্বব্যাংক ও আইএমএফ যেভাবে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে সমর্থন করে গেছে, সেই ব্যবস্থা কি অক্ষুণ্ন থাকবে?

ডোনাল্ড ট্রাম্প শেষমেশ ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বরখাস্ত করার হুমকি থেকে সরে আসায় নীতিপ্রণেতারা স্বস্তির নিশ্বাস ফেলেছেন। বিষয়টি হলো, ফেডের চেয়ারম্যান বিশ্বের অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংক ও নীতিপ্রণেতাদের কাছে ডলার অভিভাবক হিসেবে বিবেচিত। ফলে তাঁকে সরিয়ে দেওয়া হবে—এমন হুমকি দেওয়া হলে ডলারের ওপর মানুষের আস্থা কমে যায়। কিন্তু ট্রাম্প মনে করেন, জেরোম পাওয়েল একজন পরাজিত মানুষ।

যুক্তরাষ্ট্র যে বিশ্বব্যাংক ও আইএমএফের মতো প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাচ্ছে না, তাতেও অনেকে স্বস্তির নিশ্বাস ফেলেছেন। যদিও মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ দুই প্রতিষ্ঠান পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন। ১৯৪৪ সালের ব্রেটন উডস কনফারেন্সে যুক্তরাষ্ট্রই এই দুটি বৈশ্বিক প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে সমর্থন দিয়েছেন।

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রবার্ট হোলজম্যান বলেছেন, এই সপ্তাহ ছিল স্বস্তির সপ্তাহ। মার্কিন প্রশাসনের অবস্থানে পরিবর্তন এসেছে; কিন্তু তিনি মনে করেন না, এটাই যুক্তরাস্ট্রের চূড়ান্ত অবস্থান। যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে তাঁর সন্দেহ থেকেই যাচ্ছে। তিনি আরও বলেন, ফেডারেল রিজার্ভের রাজনৈতিকীকরণ বা বিশ্বব্যাংক ও আইএমএফের মতো প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলার মতো পদক্ষেপ বিশ্বের অধিকাংশ নীতিপ্রণেতার জন্য বোঝা কষ্টকর।

নীতিপ্রণেতাদের মূল উদ্বেগ হলো, বিশ্বের আর্থিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের কর্তৃত্বের বাইরে তাঁরা অন্য কিছু ভাবতে পারছেন না। যদিও ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রা রিজার্ভ মুদ্রা হিসেবে ইদানীং কিছুটা গ্রহণযোগ্যতা পাচ্ছে। সম্প্রতি ইইউ তুলনামূলকভাবে স্থিতিশীল অঞ্চলে হিসেবে প্রতিপন্ন হওয়ায় এ মর্যাদা পেয়েছে, অর্থাৎ মানুষ ইউরোতে আস্থা রাখছে।

কিন্তু যে নীতিপ্রণেতারা রয়টার্সের সঙ্গে কথা বলেছেন তাঁদের ভাষ্য হলো, ইউরোপের মুদ্রা এখনই ডলারকে হটিয়ে দিতে পারবে না, বরং বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র যতই অস্থিতিশীল হোক, বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে ইউরো তেমন একটা জনপ্রিয়তা পাবে না। এখন বিশ্বের ২০ শতাংশ রিজার্ভ রাখা হয় ইউরোতে; সেখানে হয়তো সামান্য কিছু যোগ হতে পারে।

যে ২০ দেশ ইউরো ব্যবহার করে, তাদের মধ্যে কেবল জার্মানির ঋণমান বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয়। অর্থাৎ নিরাপদ আশ্রয় হিসেবে বিনিয়োগকারীরা যা চান, তা দেওয়ার ক্ষমতা আছে কেবল জার্মানির। অন্যান্য দেশ ঋণগ্রস্ত। শক্তিশালী দেশগুলোর মধ্যে ফ্রান্সেও রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে। সেই সঙ্গে রাশিয়া ইউরো অঞ্চলের কাছাকাছি হওয়ার কারণেও ইউরোর ওপর নির্ভরশীলতা সেভাবে বাড়বে না বলেই মনে করেন বিশ্লেষকেরা।

এদিকে জাপান দেশ হিসেবে অনেক ছোট। চীনের মুদ্রাও অনেক নিয়ন্ত্রিত; এ পরিস্থিতিতে ডলারের ভিন্ন কোনো ব্যবস্থা নেই বললেই চলে; যার পেছনে আছে ফেডারেল রিজার্ভ ও দুটি ব্রেটন উডস প্রতিষ্ঠান।

বস্তুত যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংক ও আইএমএফের বৃহত্তম শেয়ারহোল্ডার; এ দুই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রকে ছাড়া টিকতে পারবে না। এ পরিস্থিতিতে পুরোনো ব্যবস্থায় ফিরে যাওয়া কঠিন হলেও অনেকে মনে করেন, ক্রেডিট কার্ড ও স্যাটেলাইট সেবার জন্য হাতে গোনা কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল থাকা চ্যালেঞ্জিং।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ও আইএমএফ র ব যবস থ

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলে সেনাবাহিনীর সাবেক প্রসিকিউটর গ্রেপ্তার

ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর সাবেক একজন প্রসিকিউটরকে গ্রেপ্তার করেছে। একজন ফিলিস্তিনি বন্দীর ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

মেজর জেনারেল পদমর্যাদার ওই সাবেক প্রসিকিউটরের নাম ইয়াফাত তোমের-ইয়েরুশালমি। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী।

জানা যায়, অনলাইনে ওই ভিডিওটি ফাঁস হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। তখন তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেন। এরপর নিখোঁজ ছিলেন।

ওই ভিডিওতে দেখা গেছে, সৈন্যরা এক বন্দীকে আলাদা স্থানে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে একটি কুকুর রয়েছে। তাঁরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ এমনভাবে আড়াল করে রেখেছেন, যাতে কেউ দেখতে না পারে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও ফাঁসের ঘটনাকে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ‘জনসংযোগের ওপর সবচেয়ে তীব্র আক্রমণ’ বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুনফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও ফাঁস ঘিরে ইসরায়েলের শীর্ষ আইনি কর্মকর্তার পদত্যাগ০১ নভেম্বর ২০২৫

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরার নউর ওদেহ বলেন, ওই নারী প্রসিকিউটরের আটকের ঘটনা ইসরায়েলে ‘রাজনৈতিক ও আইনি ঝড়’ তৈরি করেছে। তবে আটক হওয়া ব্যক্তির ওপর বাড়তি মনোযোগ মূল ঘটনা থেকে নজর সরিয়ে দিচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কারাগারগুলোয় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন‘স্বপ্ন ছিল বুকে জড়িয়ে ধরার, এখন আশা দাফনটা যদি অন্তত করতে পারি’২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ