ছাত্রলীগ নেতাকে ‘৩ লাখ টাকা মুক্তিপণ’ দিয়ে বাড়ি ফিরলেন অপহরণের শিকার ব্যবসায়ী
Published: 27th, April 2025 GMT
রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রায়হান এক ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ৩ লাখ টাকার বিনিময়ে বাড়ি ফিরেছেন ওই ব্যবসায়ী।
ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম মহিউদ্দিন বাবলু। তিনি উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় ইট, বালুর ব্যবসা করে আসছেন। গত শনিবার (২৬ এপ্রিল) বিকেলে নাগেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রায়হান উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ ক্রীড়া সম্পাদক ও বর্তমানে তিনি স্থানীয় বিএনপির শুটার রিয়াজ বাহিনীর হয়ে কাজ করছেন।
এদিকে এ ঘটনায় ব্যবসায়ীর বড় ভাই সালাউদ্দিন বাদল বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।
সালাউদ্দিন বাদল বলেন, আমার ভাই মহিউদ্দিন বাবলু গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় ইট, বালুর ব্যবসা করে আসছেন। বেশ কিছুদিন যাবত একই এলাকার রায়হান ছোট ভাইয়ের কাছে থেকে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে আসছিল।
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত শনিবার দুপুরে রায়হানসহ অজ্ঞাত ১০/১২ জন মিলে ৬ টা মোটরসাইকেল করে আমার ভাইকে অজ্ঞাতস্থানে তুলে নিয়ে যায়। পরে আমার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে তাদের লোকের মাধ্যমে ৩ লাখ টাকা মুক্তিপণ নিয়ে আমার ভাই মহিউদ্দিন বাবলুকে ফেরত দিয়ে যায়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত রায়হানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ব যবস য় ন র য়ণগঞ জ অপহরণ ব যবস য়
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে