ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে স্যানমার প্রোপার্টিজের আয়োজনে চট্টগ্রামে চলছে ‘স্যানমার ঈদ ফেস্টিভ্যাল’। গত বৃহস্পতিবার শুরু হওয়া চার দিনব্যাপী এই উৎসব শেষ হচ্ছে আজ রোববার। সকাল ১০টায় শুরু হওয়া উৎসব চলবে রাত ১০টা পর্যন্ত।

স্যানমার গ্রিন পার্কের বায়েজিদ লিংক রোডে অবস্থিত মার্কেটিং স্যুটে আয়োজিত ফেস্টিভ্যালে শিশুদের জন্য আর্ট কম্পিটিশন, বায়োস্কোপ ও ম্যাজিক শো এবং বড়দের জন্য ছিল দেশীয় খাবারের সমাহার ও পারিবারিক বিনোদনের সুযোগসহ নানা আয়োজন।

আধুনিক নগরজীবনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে স্যানমার প্রোপার্টিজ এই বিশেষ আয়োজন করেছে তাদের অন্যতম প্রকল্প ‘স্যানমার গ্রিন পার্ক’কে ঘিরে। এ ছাড়া থাকছে ঢাকা ও চট্টগ্রামের অভিজাত লোকেশনে আবাসিক ফ্ল্যাট, আধুনিক শপিং মলে দোকান ও কমার্শিয়াল স্পেস।

ঈদ উপলক্ষে আয়োজিত এই বর্ণিল উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেছে স্যানমার গ্রিন পার্কের একেবারে নতুন রূপ। প্রকল্পটির এক্সটেরিয়র ডিজাইনে এসেছে বিশ্বমানের পরিবর্তন। প্রকল্পটিকে আরও দৃষ্টিনন্দন ও আধুনিক করে তুলেছে খোলা জায়গা, সবুজ চারপাশ, স্মার্ট লিভিংয়ের ব্যবস্থা ও নান্দনিক স্থাপত্যশৈলী।

স্যানমার গ্রিন পার্ক বর্তমানে আধুনিক নগরজীবনের এক অনন্য অভিজ্ঞতা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডাইনির সাজে শাবনূর!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।

আরো পড়ুন:

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক

সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”

পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • সুন্দরবনে দুবলার চরে রাস উৎসব শুরু আজ, এবারও নেই মেলার আয়োজন
  • শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
  • প্রতিষ্ঠাবার্ষিকীর দিনগুলোয় প্রথম আলোর জমজমাট আয়োজন
  • ‘মবের’ পিটুনিতে নিহত রূপলাল দাসের মেয়ের বিয়ে আজ
  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ডাইনির সাজে শাবনূর!
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • প্রদর্শনী, কুইজ, সুডোকুতে জমজমাট বিজ্ঞান উৎসব