কাশ্মীরে হামলার ছবি দেখে ভারতীয়দের রক্ত ফুটছে: মোদি
Published: 27th, April 2025 GMT
কাশ্মীরের পেহেলগামে হামলার শিকার ব্যক্তিরা ন্যায়বিচার পাবেন বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এই হামলার পেছনে থাকা সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি দেওয়া হবে।
আজ রোববার রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ এ কথা বলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, পেহেলগামে হামলার ছবিগুলো দেখে প্রত্যেক ভারতীয়র রক্ত ফুটছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে ভারতের ১৪০ কোটি নাগরিকের সংহতিই দেশটির সবচেয়ে বড় শক্তি।
পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, পেহেলগামে হামলা দেখিয়েছে যে কাশ্মীরে যখন শান্তি ফিরে আসছে এবং স্কুল-কলেজগুলোয় প্রাণচাঞ্চল্য ফিরে আসছে, তখন সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকেরা কতটা মরিয়া ও কাপুরুষ হয়ে উঠেছে।
আরও পড়ুনভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি৯ ঘণ্টা আগেকাশ্মীরের উন্নয়নের কথা তুলে ধরে নরেন্দ্র মোদি বলেন, কাশ্মীরের বিভিন্ন অবকাঠামোর নির্মাণকাজ নজিরবিহীন গতিতে এগিয়ে যাচ্ছিল, গণতন্ত্র আরও শক্তিশালী হচ্ছিল, পর্যটকের সংখ্যা রেকর্ড গতিতে বৃদ্ধি পাচ্ছিল, মানুষের আয় বৃদ্ধি পাচ্ছিল এবং তরুণদের জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছিল।
তবে ‘দেশের এবং জম্মু ও কাশ্মীরের শত্রুরা এটা মেনে নিতে পারেনি’ বলে উল্লেখ করেন মোদি। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা এবং সন্ত্রাসের পরিকল্পনাকারীরা চায় কাশ্মীর আবার ধ্বংস হোক। আর সে কারণেই তারা এত বড় একটি ষড়যন্ত্র করেছে।’
মোদি বলেন, বিশ্বজুড়ে এই হামলার নিন্দা জানানো হয়েছে। আন্তর্জাতিক নেতারা তাঁকে ফোন করেছেন, চিঠি লিখেছেন এবং বার্তা পাঠিয়েছেন। সবাই এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে গোটা বিশ্ব ১৪০ কোটি ভারতীয়র পাশে দাঁড়িয়েছে।
আরও পড়ুনপেহেলগাম হামলায় জড়িত থাকার কথা অস্বীকার টিআরএফের, আগের দাবির জন্য দায়ী করল ভারতীয় গোয়েন্দাদের২৬ এপ্রিল ২০২৫আরও পড়ুনপাকিস্তানি নাগরিকদের খুঁজে ফেরত পাঠাতে সব রাজ্য সরকারকে নির্দেশ অমিত শাহর২৫ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত, হামলার শঙ্কায় সতর্ক ইসলামাবাদ
কাশ্মীর হামলা ঘিরে ভারত–পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে। মঙ্গলবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি এলাকা থেকে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমানকে পিছু হটিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। তাই পরিস্থিতি মোকাবিলায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা ও বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করেছে দেশটি। এরই মধ্যে বুধবার পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘পাকিস্তান আগবাড়িয়ে উসকানিমূলক কোনো পদক্ষেপ নেবে না। তবে উসকানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে।’ মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটেও তিনি একই ধরনের কথা বলেছিলেন।
ভারতের অমৃতসরে ভারত-পাকিস্তান সীমান্তের আতারি-ওয়াঘা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছেন ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) এক সদস্য। ২৫ এপ্রিল ২০২৫