পরনে জিন্স, গায়ে শার্ট, পায়ে স্নিকার্স। শার্টটি বেশ পুরোনো ডিজাইনের। চুলগুলো এলোমেল। পাতলা গড়নের জোভানের চোখে-মুখে লেগে আছে উচ্ছ্বাস। ফেসবুকে পোস্ট করা দুটো ছবির একটিতে এমন লুকে দেখা যায়। অন্যটি সমকালীন। কোনো একটি নাটকের দৃশ্যের। যাতে আরো বেশি ফিটফাট ও পরিণত জোভানকে দেখা যায়।
অভিনেতা জোভান আহমেদ ছবি দুটো কয়েক দিন আগে নিজের ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, “তুমি কুৎসিত নও, তুমি গরীব।” পাশাপাশি উল্লেখ করেন প্রথম ছবিটি ২০১০ সালে তোলা, অন্যটি ২০২৪ সালে। অর্থাৎ মাঝে কেটে গেছে ১৪ বছর। এই ১৪ বছরে পৃথিবী যেমন বদলেছে, তেমনি জোভানের শারীরিক-মানসিক ও অর্থনৈতিক অবস্থারও দারুণ পরিবর্তন হয়েছে। অভিনেতা হিসেবেও নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।
যার ফলে, জোভানের ছবি দেখে তার ভক্ত-অনুরাগীরাও নস্টালজিয়া হয়ে পড়েছেন। তাদের নানা মন্তব্যের জবাব দিয়েছেন এই অভিনেতা। ফয়সাল দীপ লেখেন, “তখন সেলাই করা শার্ট খুব জনপ্রিয় ছিল! বড় কলার!” জবাবে জোভান লেখেন, “এটা আমার বানানো শার্ট ছিল।” ইমন লেখেন, “আপনার এই জার্নিতে আমরা পাশে ছিলাম, আছি, থাকব সবসময়ই। আপনার জন্য দোয়া ও ভালোবাসা। আপনি আমার প্রিয় অভিনেতা।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
আরো পড়ুন:
চার বিজয়ীকে ‘প্রিয়জন’র সংবর্ধনা
মামলার গ্যাঁড়াকলে ইরেশ যাকের, শোবিজ তারকাদের ক্ষোভ
২০১১ সালে একটি টিভি বিজ্ঞাপনে মডেল হওয়ার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন জোভান আহমেদ। তার দুই বছর পর আতিক জামানের ‘ইউনিভার্সিটি’ সিরিজে অভিনয় করেন। শাওন গানওয়ালা নাটকে তার ইচ্ছে মানুষ মিউজিক ভিডিওটি ২০১৬ সালে ইউটিউবে পঞ্চম সর্বাধিক দেখা বাংলাদেশি গান।
বাংলালিংকের বিজ্ঞাপন ‘আমি ঘুরি সারা বাংলাদেশ’-এর মাধ্যমে প্রথম আলোচনায় আসেন ফারহান আহমেদ জোভান। এরপর অসংখ্য জনপ্রিয় টিভি নাটক উপহার দিয়েছেন এই অভিনেতা। ২০১৬ সালে ‘অস্তিত্ব’ সিনেমায় অভিনয় করেন। এটি তার অভিষেক সিনেমা। ২০১৯ সালে ‘মরীচিকা’, ২০২১ সালে ‘পালাই পালাই’ শিরোনামে ওয়েব সিরিজে অভিনয় করেন জোভান।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।
নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।
ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।
ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।
ঢাকা/আমিনুল