সম্পত্তির ভাগ না পেয়ে দাফন আটকে দিলেন স্ত্রী
Published: 28th, April 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জে জায়গা জমির ভাগ না দেওয়ায় মাজেদ বিশ্বাস নামে এক ব্যক্তির দাফন কাজে বাঁধা দিয়েছেন তার স্ত্রী হামফুল বেগম।
বিষয়টি জানাজানি হলে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এক বৈঠকে অংশীদারদের মাঝে জমি বণ্টনের পর আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) দাফন হবে বলে সিন্ধান্ত নেওয়া হয়।
সোমবার (২৮ এপ্রিল) সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘‘মাজেদ বিশ্বাসের দুইজন স্ত্রী। এক পক্ষের ছেলেরা তাদের বাবাকে চিকিৎসা করার নাম করে নিয়ে গিয়ে জায়গাজমি লিখে নিয়েছে। মাজেদ বিশ্বাস মারা গেলে আরেকপক্ষ লাশ দাফনে বাধা দেন। এসব নিয়ে দুপক্ষই স্থানীয়ভাবে আপস মীমাংসার জন্য বৈঠক করেছেন। মঙ্গলবার উভয়পক্ষের অংশীদারদের মাঝে জমি সমবণ্টন করে তারপর লাশ দাফন করা হবে।’’
জানা গেছে, দীর্ঘদিন আগে মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী মারা যান। পরে হামফুল বেগম নামে এক নারীকে বিয়ে করেন তিনি। এই সংসারে তার কোনো সন্তান নেই। তবে প্রথম পক্ষের দুজন ছেলে আছে। প্রায় ছয় মাস আগে মাজেদ বিশ্বাস গুরুতর অসুস্থ হলে ছেলে লতিফুর রহমান ও আব্দুল জাব্বার চিকিৎসার কথা বলে তার বাবাকে অন্য জায়গায় নিয়ে যান। সেখানে গিয়ে বাবার সম্পত্তি তাদের নামে লিখে নেন।
এদিকে গত ১৬ এপ্রিল মাজেদ বিশ্বাসের তালাকনামা পাঠায় হামফুল বেগমকে কিন্তু সেটি তিনি গ্রহণ করেননি। এ নিয়ে হামফুল বেগম স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ দিলে আগামী ৫মে গ্রাম্য সালিসের দিন নির্ধারণ হয়। কিন্ত গত রোববার (২৭ এপ্রিল) মাজেদ বিশ্বাস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
লাশ দাফনের জন্য তার দুই ছেলে গ্রামের বাড়ি নিয়ে এলে মাজেদ বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী হামফুল বেগম এলাকবাসীকে সঙ্গে নিয়ে লাশ দাফনে বাধা দেন। এ ঘটনায় সকাল সাড়ে ৮টার দিকে সালিসে বসেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
ঢাকা/শিয়াম/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ