রাজশাহীর বাগমারায় ছয় বছরের ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জয়নাল খাঁ (৭০)। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে জয়নাল খাঁ শিশুটিকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে গ্রামের একটি পানবরজে নিয়ে যান। সেখানে শিশুটি নির্যাতনের শিকার হয়। ঘটনার সময় স্থানীয় একজন তরুণ ও শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে সেখানে যান। এ সময় জয়নাল পালিয়ে যান। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। পরে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।

নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

‘বি’  ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী আবেদন করে। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। আগামী ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

সম্পর্কিত নিবন্ধ