রাজশাহীর বাগমারায় ছয় বছরের ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জয়নাল খাঁ (৭০)। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে জয়নাল খাঁ শিশুটিকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে গ্রামের একটি পানবরজে নিয়ে যান। সেখানে শিশুটি নির্যাতনের শিকার হয়। ঘটনার সময় স্থানীয় একজন তরুণ ও শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে সেখানে যান। এ সময় জয়নাল পালিয়ে যান। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। পরে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট

চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।

আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে

৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।

আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ

সম্পর্কিত নিবন্ধ