বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আবেদন চলছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার পদে চুক্তিভিত্তিক ২ জনকে নিয়োগ দেবে।

শিক্ষাগত যোগ্যতা—

* দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়নে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি;

* দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ক্ষেত্রে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা। উপকূলীয় অঞ্চলে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য;

* প্রকল্প ব্যবস্থাপনার পূর্ণ চক্রে (পরিকল্পনা, বাস্তবায়ন, তদারকি, মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা) দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুনট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন৪ ঘণ্টা আগে

অন্যান্য যোগ্যতা: মৌখিক ও লিখিত ইংরেজি ও বাংলা উভয় ভাষায় যোগাযোগে দক্ষতা। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কম্পিউটার দক্ষতা।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: বাগেরহাট, পিরোজপুর, পিরোজপুর (ইন্দুরকানি)

বেতন: ৩৭,৭৮৫ টাকা (মাসিক)। এর সঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১০ মে ২০২৫।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ