ঘোষণাটা আগেভাগেই দিয়ে বসেছিল কিছু সংবাদমাধ্যম—রিয়াল মাদ্রিদ ছেড়ে জুনে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। অবশ্য তখন পর্যন্ত আনচেলত্তির ভবিষ্যতের গতিপথ এমনই ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে নতুন খবর, যেটা আগের খবরের উল্টো। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ইতালিয়ান কোচের সঙ্গে আলোচনা কিংবা দর–কষাকষি শেষ হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) এবং খবরটা ইতিবাচক নয়। রিয়াল আনচেলত্তিকে ছাড়ার পথটা কঠিন করে তোলায় আনচেলত্তিকে নিয়ে আসার পথটা রুদ্ধ হয়ে গেছে ব্রাজিলের। অর্থাৎ এই আলোচনা ভেস্তে গেছে। গ্লোবোর খবর অনুযায়ী, আনচেলত্তিকে নিয়ে আসার আলোচনা ভেস্তে যাওয়ার পর সিবিএফের ‘প্ল্যান বি’তে ফেবারিট এখন সৌদি প্রো লিগের দল আল হিলালের কোচ জর্জ জেসুস।

আরও পড়ুনএক রাতে এত দুঃসংবাদ, রিয়াল এখন কী করবে৬ ঘণ্টা আগে

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, আনচেলত্তি যে সময়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং যে আর্থিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে তিনি ক্লাব ছাড়তে চান, তাতে অসন্তুস্ট হয়েছে রিয়াল। এতে তাঁর ব্রাজিল কোচ হিসেবে যোগদান জটিলতার মধ্যে পড়েছে। গ্লোবোর প্রতিবেদনে জানানো হয়, ব্রাজিল কোচের দায়িত্ব নিতে সিবিএফকে আনচেলত্তির মৌখিক সম্মতি দেওয়ার খবর জানার পর রিয়ালের বোর্ড পরিচালকেরা কঠোর হন।

রিয়ালে আনচেলত্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের জুনে। আনচেলত্তি যেহেতু তার আগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর চুক্তির বাকি সময়ের অর্থ পরিশোধ করতে রাজি হয়নি মাদ্রিদের ক্লাবটি। ইএসপিএনও একই খবর জানিয়ে বলেছে, চুক্তির বাকি সময়ের অর্থ রিয়াল দিতে রাজি না হওয়ায় আনচেলত্তির ব্রাজিল যাত্রা থমকে গেছে। অথচ দুই দিন আগেও মোটামুটি সবাই নিশ্চিত ছিলেন ঠিকানা পাল্টে আটলান্টিক মহাসাগর পাড়ি দেবেন আনচেলত্তি।

ইএসপিএনকে সূত্র কাল আরও জানিয়েছে, আনচেলত্তি যেন লা লিগা মৌসুমের বাকি সময়ে মনোযোগী হন, সেটা চেয়েছিল রিয়াল। পাশাপাশি ক্লাব বিশ্বকাপেও আনচেলত্তি থাকবেন, এটাও ছিল তাদের চাওয়া।

আরও পড়ুনযেভাবে আর্জেন্টিনার মার্তিনেজকে ময়মনসিংহে ফেরালেন শ্রাবণ২ ঘণ্টা আগে

গ্লোবো জানিয়েছে, এ মৌসুমে রিয়াল ভালো না করায় রিয়ালের বোর্ড পরিচালকেরা আনচেলত্তির বিদায় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় এবং কোপা দেল রে-তে বার্সেলোনার কাছে রিয়ালের হারের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। আনচেলত্তি তা জানার পর সিবিএফের সঙ্গে আলোচনা শুরু করেন। চুক্তির মেয়াদ ফুরোনোর এক বছর আগেই রিয়াল তাঁকে ছেড়ে দিতে চাওয়ায় ক্লাবটির কাছে চুক্তি বাতিলের ফি দাবি করেন আনচেলত্তি। কিন্তু সিবিএফকে আনচেলত্তি মৌখিক সম্মতি দিয়েছেন, এই খবর জানার পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ইতালিয়ান কোচের চুক্তি বাতিলের ফি দিতে রাজি হননি। আনচেলত্তি বিনা পয়সায় রিয়াল ছাড়লে আপত্তি নেই পেরেজের।

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।

জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।

সম্পর্কিত নিবন্ধ