অনির্বাচিত সরকার দেশের জন্য নানান সংকট তৈরি করবে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘আমরা সবাই সংস্কার চাই। কিন্তু নির্বাচিত সরকারের বিকল্প নেই। অনির্বাচিত বা এমন অন্তর্বর্তীকালীন সরকার যতই ভালো হোক, দেশের জন্য আরও নানান সংকট তৈরি করবে।’

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নুরুল হক নুর এ কথা বলেন।

কোনো কোনো রাজনৈতিক দল সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে রাজনৈতিক বিভাজন করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘সরকারকে সীমিত সময়ের জন্য সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সে জন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাইছে। আমরা সংস্কার দেখতে চাই। বিচারের অগ্রগতি দেখতে চাই। একই সঙ্গে অনতিবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা চাই।’

অনেকে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে রাজনৈতিক বিভাজন করার চেষ্টা করছে বলে মনে করেন নুরুল হক নুর।

এ সময় নুর বলেন, ‘একটি মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার আরেকটি মানবিক করিডরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে, তা নিয়ে আমরা শঙ্কিত।’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভায় জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী দিলারী চৌধুরী, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ বক্তব্য দেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত ক র জন য সরক র

এছাড়াও পড়ুন:

বরগুনায় সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্

বরগুনার তালতলীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি ইব্রাহীম ওরফে জসিম (২২) গ্রেপ্তার হয়েছে।  

শুক্রবার (২ মে) পাথরঘাটার চরদুয়ানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তালতলী থানা পুলিশ।

আসামি ইব্রাহীম ওরফে জসিম পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের আ. মজিদ হাওলাদারের ছেলে।

তালতলী থানা পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ইব্রাহীমের অবস্থান শনাক্ত করে শুক্রবার ভোরে তালতলী ও পাথরঘাটা থানা পুলিশের সহয়তায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

পরে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সন্ধ্যায় তাকে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, ইব্রাহিমকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণধর্ষণের বিষয়টি স্বীকার করে। এরপর তাকে আদালতে হাজির করা হলে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দী দেয়। 

মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা/ইমরান/টিপু 

সম্পর্কিত নিবন্ধ