অনির্বাচিত সরকার দেশের জন্য নানান সংকট তৈরি করবে: নুর
Published: 2nd, May 2025 GMT
অনির্বাচিত সরকার দেশের জন্য নানান সংকট তৈরি করবে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘আমরা সবাই সংস্কার চাই। কিন্তু নির্বাচিত সরকারের বিকল্প নেই। অনির্বাচিত বা এমন অন্তর্বর্তীকালীন সরকার যতই ভালো হোক, দেশের জন্য আরও নানান সংকট তৈরি করবে।’
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নুরুল হক নুর এ কথা বলেন।
কোনো কোনো রাজনৈতিক দল সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে রাজনৈতিক বিভাজন করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘সরকারকে সীমিত সময়ের জন্য সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সে জন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাইছে। আমরা সংস্কার দেখতে চাই। বিচারের অগ্রগতি দেখতে চাই। একই সঙ্গে অনতিবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা চাই।’
অনেকে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে রাজনৈতিক বিভাজন করার চেষ্টা করছে বলে মনে করেন নুরুল হক নুর।
এ সময় নুর বলেন, ‘একটি মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার আরেকটি মানবিক করিডরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে, তা নিয়ে আমরা শঙ্কিত।’
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী দিলারী চৌধুরী, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ বক্তব্য দেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন ত ক র জন য সরক র
এছাড়াও পড়ুন:
চা আর ঝরনার রাজ্যে মিম, রইল ১০টি ছবি
২ / ১০গতকাল রাতে পোস্ট করেছেন চা–বাগানে ঘুরে বেড়ানোর ছবি। অভিনেত্রীর ফেসবুক থেকে