বিইউপিতে পাবলিক হেলথে মাস্টার্স প্রোগ্রাম, আবেদন শেষ ১১ মে
Published: 3rd, May 2025 GMT
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে (বিইউপি) জুলাই–২০২৫ সেশনে পাবলিক হেলথ বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রোগ্রামের বিবরণ১. প্রধান বিষয়: এপিডেমোলোজি, হসপিটালিটি ম্যানেজমেন্ট।
২. এ প্রোগ্রামটি বিইউপির মেডিকেল স্টাডিজ অনুষদের অধীনে।
৩. প্রোগ্রামের মেয়াদ: ২ বছর, ৪ সেমিস্টার।
৪.
৫. আসনসংখ্যা: ৫০।
৬. ক্লাস হবে বন্ধের দিন।
৭. অনলাইন ক্লাস হবে: ২৫ শতাংশ।
৮. প্রোগ্রাম লিংক: admission.bup.edu.bd
আরও পড়ুনইসলামী উন্নয়ন ব্যাংকের ওয়াইপিপি প্রোগ্রাম, আরবি অথবা ফরাসি ভাষায় দক্ষতায় বাড়তি সুযোগ৭ ঘণ্টা আগেভর্তির যোগ্যতা১. আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস করতে হবে।
২. সব পরীক্ষায় সিজিপিএ/জিপিএ ২.৫০ বা তৃতীয় বিভাগ পাওয়া ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন না।
৩. এমবিবিএস, বিডিএস বা এমডি বা মেডিকেল সায়েন্স বিষয় বা চার বছর মেয়াদি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম জীববিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, নৃবিজ্ঞান ও সাইকোলজি।
পরীক্ষার ধরন ও নম্বর বণ্টন১. ভর্তি পরীক্ষা: ইংরেজি ভাষা ২০, গণিত ২০, সাধারণ জ্ঞান ২০ ও সাধারণ বিজ্ঞান ২০ নম্বর।
২. মৌখিক পরীক্ষা ১০ নম্বর।
আরও পড়ুনআইইউটির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, সেরা হলেন যে ১০ জন৪ ঘণ্টা আগেআবেদনের বিস্তারিত১. আবেদনের শেষ তারিখ: ১১ মে ২০২৫।
২. প্রবেশপত্র বিতরণ: ১৩ মে ২০২৫।
৩. ভর্তি পরীক্ষার তারিখ: ১৬ মে ২০২৫, শুক্রবার, সকাল ১০টা।
৪. মৌখিক পরীক্ষার তারিখ: ১৬ মে ২০২৫, শুক্রবার।
৫. পরীক্ষার স্থান: বিইউপি ক্যাম্পাস, মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bup.edu.bd
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল অ্যাকাউন্টিং প্রোগ্রামে মাস্টার্স, সিজিপিএ-২.৫ হলেই আবেদন১৩ নভেম্বর ২০২৪উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আইইউটির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, সেরা হলেন যে ১০ জন
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল শুক্রবার (২ মে) রাতে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই ইউনিটের মেধাতালিকায় মোট ৩ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী জায়গা করে নিয়েছেন। মেধাতালিকা অনুযায়ী সবার সেরা হয়েছেন তাকিয়া তাসনিম। দ্বিতীয় হয়েছেন মো. সাদমান সামি। তৃতীয় স্থান অধিকারী আহসান মোহাম্মদ মাহিন। এরপরে, অর্থাৎ চতুর্থ থেকে দশম পর্যন্ত আছেন মো. ফাহিম আল শাহরিয়ার, আতিয়া জান্নাত, খন্দকার আহনাফ আবিদ, সাফিন রহমান খান, সুপ্রশু সমর্পিতা চৌধুরী, ফয়সাল আবিদ ও ইলহাম হাসিনুর।
আরও পড়ুনইসলামী উন্নয়ন ব্যাংকের ওয়াইপিপি প্রোগ্রাম, আরবি অথবা ফরাসি ভাষায় দক্ষতায় বাড়তি সুযোগ৩ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ থেকে ১৬ মের মধ্যে মেধাতালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের তাঁদের পছন্দের বিষয় (সাবজেক্ট চয়েজ) পূরণ করতে হবে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের তাঁদের আগ্রহের ভিত্তিতে বিভিন্ন বিভাগ নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ইসলামী সহযোগী সংস্থা (ওআইসি) পরিচালিত বাংলাদেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান।
আরও পড়ুনএইচএসসি পরীক্ষার দুই মাস বাকি, পরীক্ষার্থীদের করণীয় ১০ পরামর্শ০১ মে ২০২৫*ফলাফল দেখতে এখানে ক্লিক করুন
আসন কত-
বিশ্ববিদ্যালয়টির বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), আসন ১২০; বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই), আসন ৬০; বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), আসন ১৮০; বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), আসন ১২০; বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (এসডব্লিউ), আসন ৬০; বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), আসন ১২০; বিবিএ ইন টেকনোলজি ম্যানেজম্যান্ট (বিবিএ-টিএম), আসন ৬০ ও ব্যাচেলর অব সায়েন্স ইন টেকনিক্যাল এডুকেশন (বিএসসিটিই), ৩০টি আসন রয়েছে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫