মেয়ে জানালেন, পিটিয়ে হত্যার পর মায়ের লাশ ঝুলিয়ে রাখেন বাবা
Published: 3rd, May 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে আম্বিয়া খাতুন (৪৪) নামের এক তৈরি পোশাক কারখানার শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী আসাদ উল্লাহ আকন্দকে আটক করেছে পুলিশ। তাঁর প্রথম পক্ষের মেয়ে শারমিন আক্তারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁকে আটক করে।
শনিবার সকালে শ্রীপুর পৌরসভার গিলারচালার ভাড়া বাসা থেকে আসাদ উল্লাহকে আটক করা হয়। তিনি বরমী ইউনিয়নের বরমা গ্রামের আব্দুল মতিন আকন্দের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, প্রথম স্ত্রী থাকার পরও আম্বিয়া আক্তারকে বিয়ে করেন তিনি। স্বামী-স্ত্রী গিলারচালা এলাকার রুবেল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। দু’জনই পোশাক তৈরির কারখানায় কাজ করেন।
দ্বিতীয় সংসারে সন্তান না থাকলেও প্রথম সংসারে শারমিন আক্তার (২০) নামের এক মেয়ে আছে আসাদের।
শারমিনের ভাষ্য, তাঁর বাবা সৎমা আম্বিয়ার সঙ্গে প্রায় সময়ই ঝগড়া করতেন। শুক্রবার রাতেও তাদের ঝগড়া হয়। পরে সৎমাকে পিটিয়ে হত্যার পর বাবাই লাশ ঝুলিয়ে রাখে। তাঁর মায়ের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। নিজেকে রক্ষা করতে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজায় আসাদ।
পুলিশ জানিয়েছে, নিহত আম্বিয়ার শরীরের রক্ত জমাট বেঁধে আছে। মাথা ও কপালে কাটার দাগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এটি হত্যাকাণ্ড। হত্যার পর লাশ ঝুলিয়ে রাখলেও পুলিশ খাটের ওপর থেকে লাশ উদ্ধার করেছে। আম্বিয়ার স্বামী আসাদকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শাহবাগে সমাবেশস্থলে ছাত্রদলের নেতা কর্মীরা, চলছে স্লোগান
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে আসছেন নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতি বেড়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে সরেজমিনে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশস্থলে অবস্থান করছেন। বেলা দুইটা থেকে মূল সমাবেশ শুরু হওয়ার কথা।
সমাবেশস্থলের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। এসব সড়কে যাতায়াত করা যানবাহনগুলোকে বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালমুখী অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে।
শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে নেতা-কর্মীরা। আজ রোববার বেলা দুইটার কিছু আগে