বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। আজ রোববার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে, রাশিয়া জানতে চাচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কবে, কতো তাড়াতাড়ি হবে; এটাই জানতে চায় সবাই। তারা তো একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়, একটা কমফোর্ট আছে সবার। সেজন্য তো সবাই অপেক্ষা করছে; শুধু রাশিয়া নয়। সবাই চাচ্ছে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই সবাই নির্বাচন ও নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খসরু বলেন, হ্যাঁ, ওটার জন্য তারা অপেক্ষা করছে। বাংলাদেশের দিক থেকেও কো-অপারেশন চাচ্ছে তারা। সমাপ্তি করতে হবে, এটা প্রজেক্ট। এটা সমাপ্তির পর্যায়ে, বাংলাদেশে সেখান থেকে বড় একটা বিনিয়োগ হয়েছে, সেখানে প্রশ্নবিদ্ধ আছে অনেক কিছু। সেটা ভিন্ন আলোচনা।  

তিনি আমীর খসরু বলেন, আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে কি কি করবো আমরা- তা আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে তো রাশিয়ার সম্পর্ক অনেক দিনের, স্বাধীনতাযুদ্ধ থেকে শুরু করে৷ তাদের তো যথেষ্ট ইনভেস্টর রয়েছে বাংলাদেশে বিনিয়োগের জন্য।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ র জন য

এছাড়াও পড়ুন:

মেহেদী কেন নেতৃত্বে, মিরাজ কেন বাদ

লিটন দাস অধিনায়ক হবেন, তা শোনা যাচ্ছিল আগে থেকেই। আনুষ্ঠানিক ঘোষণার পর তাই এ নিয়ে খুব একটা আলোচনা হলো না সংবাদ সম্মেলনে।

আজ দল ঘোষণার সংবাদ সম্মেলনে মেহেদী হাসানের সহ–অধিনায়ক হওয়াটাই চলে এসেছে আলোচনার কেন্দ্রে। ঘরোয়া ক্রিকেটেও নেতৃত্ব না দেওয়া এই অলরাউন্ডারকে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

আরব আমিরাত ও পাকিস্তান সফরের দলে জায়গা হয়নি মিরাজের

সম্পর্কিত নিবন্ধ