আবারও ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। এবার তাঁকে ‘মেট গালা ২০২৫’-এর লালগালিচায় দেখা যাবে। সেখানে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে নিজেকে সাজাতে চলেছেন কিয়ারা।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ডট ইন এই তথ্য জানিয়েছে। আরও জানিয়েছে, গত বছর ‘কান চলচ্চিত্র উৎসব’-এর লালগালিচায় অভিষেক হয়েছিল কিয়ারার। এবার ‘মেট গালা’য় নতুন রূপে ধরা দিতে চলেছেন এই অভিনেত্রী। সে কারণে আলাদাভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। 

এদিকে শিগগিরই সিদ্ধার্থ-কিয়ারা তারকা দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। সেই অতিথির জন্য সবকিছু চাই নতুন– এই ভাবনা থেকেই ক’দিন আগে নতুন বাড়ির আবদার করেছিলেন হবু মা কিয়ারা আদভানি। ঠিকানা বদলে নতুন বাড়িতে যাওয়ার বিষয়ে আপত্তি করেননি তাঁর স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সেই বাড়ির অন্দরসজ্জার দায়িত্ব নিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। সব মিলিয়ে নতুন অতিথির জন্য জমকালো আয়োজন করে রাখছেন কিয়ারা। তবে অন্তঃসত্তা হলেও এখনও অভিনয়ের বিরতিতে যাননি। হাতে থাকা ‘টক্সিক’ ও ‘ওয়ার টু’ সিনেমার যে ক’টি দৃশ্যের শুটিং বাকি আছে, তা শেষ করে অভিনয়ে বিরতি নেবেন বলে জানিয়েছেন। তবে ‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়িয়েছেন।

 সাম্প্রতিক সময়ে একের পর এক সিনেমা হিট হওয়ায় বলিউডের ডাকসাইটে পরিচালক, প্রযোজকদের প্রিয় পাত্রী হয়ে উঠেছিলেন কিয়ারা আদভানি। সে কারণে পরিচালক ফারহান আখতার তাঁর ‘ডন থ্রি’ সিনেমার মুখ্য অভিনেত্রীর চরিত্রে কিয়ারাকে নির্বাচন করেছিলেন। কিয়ারা চেয়েছিলেন এমন একটি সিনেমার অংশ হতে। মাতৃত্বের কারণে শেষমেশ সিনেমাটি ছাড়তে হয়েছে তাঁকে। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক য় র আদভ ন

এছাড়াও পড়ুন:

চ্যাম্পিয়নস লিগ: কোথায় হবে ২০২৮ ও ২০২৯ সালের ফাইনাল

ইউরোপের সেরা ক্লাবগুলোর লড়াই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল মানেই তো এক বিরাট উৎসব। আর সেই উৎসবের মঞ্চ হতে পারাটাও বিশাল ব্যাপার। উয়েফার এক বিবৃতিতে জানা গেছে, ২০২৮ সালে আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে বায়ার্ন মিউনিখের মাঠে। তার ঠিক পরের বছর, অর্থাৎ ২০২৯ সালের ফাইনালের আয়োজক হওয়ার দৌড়ে মুখোমুখি লন্ডন স্টেডিয়ামের ওয়েম্বলি ও বার্সেলোনার নবসাজে সজ্জিত ক্যাম্প ন্যু স্টেডিয়াম।

ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সদস্য দেশগুলোর মধ্যে যেসব সংস্থা ফাইনাল আয়োজনের আগ্রহ দেখিয়েছে, সেই তালিকা তৈরি হয়েছে। যে তালিকা থেকেই বোঝা যাচ্ছে, দীর্ঘদিন ধরে যে গুঞ্জন ছিল—নিউইয়র্কে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হবে, তা অন্তত ২০৩০ সালের আগে হচ্ছে না।

২০২৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক হওয়ার জন্য একমাত্র প্রার্থী মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা

সম্পর্কিত নিবন্ধ

  • কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ‘নয়া মানুষ’
  • সুন্দরবনে দুবলার চরে রাস উৎসব শুরু আজ, এবারও নেই মেলার আয়োজন
  • শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
  • ‘মবের’ পিটুনিতে নিহত রূপলাল দাসের মেয়ের বিয়ে আজ
  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • চ্যাম্পিয়নস লিগ: কোথায় হবে ২০২৮ ও ২০২৯ সালের ফাইনাল
  • ডাইনির সাজে শাবনূর!
  • প্রার্থনার সুরে শেষ হলো ‘ফাতেমা রানীর’ তীর্থোৎসব 
  • ভালো ফলনের আশায় গাছকে খাওয়ান তাঁরা
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব