কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম অবলম্বনে নাটক ‘কমলা রঙের বোধ’ মঞ্চে আনছে থিয়েটার ফ্যাক্টরি। নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন অলোক বসু। ‘জীবনানন্দ নাট্য উৎসব’-এ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
উৎসবে দুই কিস্তিতে নাটকটির আটটি প্রদর্শনী হবে। শুক্র থেকে রোববার টানা তিন দিনে প্রথম কিস্তির চারটি প্রদর্শনী রয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় এবং রোববার বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শনী রয়েছে। দেড় সপ্তাহ পর হবে বাকি চার প্রদর্শনী। দ্বিতীয় কিস্তির প্রদর্শনীর দিনক্ষণ এখনো ঘোষণা করেনি থিয়েটার ফ্যাক্টরি।
‘কমলা রঙের বোধ’ নাটকের মহড়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কোরিয়ায় নাচবেন প্রিয়াঙ্কা
মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান দক্ষিণ কোরিয়ায় পারফর্ম করতে যাচ্ছেন। দীর্ঘ সাত বছর পর গ্ল্যামারজগতের এই তারকা পুনরায় কোরিয়া যাচ্ছেন পারফর্ম করতে।
প্রিয়াঙ্কা জানান, আগামী ৫ মে দক্ষিণ কোরিয়ার ইনসন গ্র্যান্ড পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫’। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে তিনি শুধু পারফর্মই করবেন না, অনুষ্ঠান উপস্থাপনাও করবেন।
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “বিদেশে স্টেজ শো করার যাত্রা শুরু হয়েছিল দক্ষিণ কোরিয়া থেকেই। এরপর মালয়েশিয়া, দুবাই, ব্যাংকক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও চীনে পারফর্ম করার সুযোগ পেয়েছি। তবে সবসময় মনে মনে চেয়েছি, আবার যেন কোরিয়ায় পারফর্ম করতে পারি। সেই ইচ্ছাটাই এবার পূরণ হচ্ছে।”
তিনি আরও বলেন, “এবারের আয়োজনটা আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং। কারণ উপস্থাপনার পাশাপাশি স্টেজ পারফর্মও করতে হবে। তাই গত কয়েক দিন উপস্থাপনার প্রস্তুতিতেই সময় কেটেছে। আশা করছি, সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।”
৫ মে অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ৭ মে দেশে ফিরবেন প্রিয়াঙ্কা। এরপর ঈদ উপলক্ষে ব্যস্ত হয়ে পড়বেন শুটিং ও অন্যান্য কাজ নিয়ে।
ঢাকা/রাহাত