কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম অবলম্বনে নাটক ‘কমলা রঙের বোধ’ মঞ্চে আনছে থিয়েটার ফ্যাক্টরি। নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন অলোক বসু। ‘জীবনানন্দ নাট্য উৎসব’-এ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
উৎসবে দুই কিস্তিতে নাটকটির আটটি প্রদর্শনী হবে। শুক্র থেকে রোববার টানা তিন দিনে প্রথম কিস্তির চারটি প্রদর্শনী রয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় এবং রোববার বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শনী রয়েছে। দেড় সপ্তাহ পর হবে বাকি চার প্রদর্শনী। দ্বিতীয় কিস্তির প্রদর্শনীর দিনক্ষণ এখনো ঘোষণা করেনি থিয়েটার ফ্যাক্টরি।
‘কমলা রঙের বোধ’ নাটকের মহড়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ
দক্ষিণ কোরিয়ার বিখ্যাত নির্মাতা পার্ক চ্যান-উকের ‘নো আদার চয়েজ’ সিনেমা দিয়ে আজ থেকে পর্দা উঠছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ৩০তম এ আসরে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো সিনেমা না থাকলে দেশ থেকে বিভিন্ন শাখায় ও ফিল্ম বাজারে প্রতিনিধিত্ব করছে তিন সিনেমা ও স্বল্পদৈর্ঘ্য ছবি। এ ছাড়া বুসান উৎসবে প্রথমবারের মতো সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রবর্তন করা হয়েছে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’।
বুসান উৎসবে এশিয়ার আলোচিত সিনেমা দিয়ে প্রতিবছর সাজানো হয় ‘আ উইন্ডো অন এশিয়ান’ সিনেমা বিভাগ। এ বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশের সিনেমা বালুর নগরীতে। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান। এটা তাঁর ক্যারিয়ারের প্রথম সিনেমা। এটি এ বছর ইউরোপের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব কার্লোভি ভেরি থেকে প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় ‘গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার পেয়েছে।
‘আ উইন্ডো অন এশিয়ান’ সিনেমা বিভাগে রয়েছে মেহেদীর ‘বালুর নগরীতে’। ছবি: কোলাজ