কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম অবলম্বনে নাটক ‘কমলা রঙের বোধ’ মঞ্চে আনছে থিয়েটার ফ্যাক্টরি। নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন অলোক বসু। ‘জীবনানন্দ নাট্য উৎসব’-এ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
উৎসবে দুই কিস্তিতে নাটকটির আটটি প্রদর্শনী হবে। শুক্র থেকে রোববার টানা তিন দিনে প্রথম কিস্তির চারটি প্রদর্শনী রয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় এবং রোববার বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শনী রয়েছে। দেড় সপ্তাহ পর হবে বাকি চার প্রদর্শনী। দ্বিতীয় কিস্তির প্রদর্শনীর দিনক্ষণ এখনো ঘোষণা করেনি থিয়েটার ফ্যাক্টরি।
‘কমলা রঙের বোধ’ নাটকের মহড়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৫ আগস্ট বন্ধ থাকবে পোশাক কারখানা
আগামীকাল ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ থাকবে।
পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি-বিজিএমইএ তাদের সদস্যদের বিশেষভাবে অনুরোধ করেছে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশের জন্য এই দিনটি সাধারণ ছুটি হিসেবে পালন করার জন্য।
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সচিব অবসরপ্রাপ্ত মেজর মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত ছুটির ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা, ২০১৫ এর বিধি ১১০ মোতাবেক প্রতি বছর বছরের শুরুতে ১১ দিন উৎসব ছুটি নির্ধারণ করা হয়। তবে সরকার বছরের মাঝামাঝি সময়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সাধারণ ছুটি ঘোষণা করায় উক্ত ছুটি উৎসব ছুটির অন্তর্ভুক্ত ছিল না। তাই শ্রম আইন অনুযায়ী কারখানাগুলোর জন্য উক্ত ছুটি বাধ্যতামূলক নয়। তবুও, বিজিএমইএ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকল পোশাক শিল্প কারখানাগুলোকে সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।
গত ২ জুলাই সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-আদালতে ছুটি নির্ধারণ করে।
ঢাকা/নাজমুল/ইভা