বিনোদন প্রতিবেদক, ‘গুলমোহর’ সিরিজে অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ভারতের আলোচিত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। টলিউড–বলিউডের এই অভিনেতা গল্প শুনেই রাজি হয়ে যান ‘গুলমোহর’ সিরিজে কাজ করতে। এর সঙ্গে বাংলাদেশে শুটিং করার ইচ্ছাটা মিলে যাওয়ায় দর্শকেরা প্রথমবারের মতো দেশের কোনো কনটেন্টে দেখতে যাচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়কে।

সিরিজের দৃশ্যে শাশ্বত চট্টোপাধ্যায়। চরকির সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রথমবার ভিডিওতে একসঙ্গে বেলাল খান ও কর্নিয়া 

দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী বেলাল খান ও কর্নিয়াকে প্রথমবারের মত দেখা যাবে ‘তুমি ছাড়া নেই আলো’ গানের ভিডিও তে । নাটক সিনেমাতে একসঙ্গে নিয়মিত গাইলেও এর আগে কখনোই তাদের এক সাথে ভিজুয়াল পারফরম্যান্স করতে দেখা যায়নি।

 ‘তুমি ছাড়া নেই আলো ’ শিরোনামে গানটির কথা লিখেছেন সহদেব সাহা , সুর করেছেন বেলাল খান  এবং সঙ্গীতায়োজন এমএমপি রনি ।  মেলোডি রোমান্টিক এই গানের মনমুগ্ধকর  মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী । 

নতুন গান ও ভিডিও নিয়ে বেলাল খান বলেন, ‘অনেকদিন থেকেই দর্শকদের চাওয়া ছিল আমার প্রথম দিকের  মেলোডিরোমান্টিক  গানগুলোর মত নতুন গান করা  ।আশা করি, নতুন এই গানে সেই ধরনের টেস্ট পাবে গানের সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার গ্ল্যামারাস মিউজিক ভিডিও নির্মাণ করেছে চন্দন রায় চৌধুরী।  এ প্রসঙ্গে কর্নিয়া  বলেন বেলাল ভাইয়ের  গানগুলো বরাবরই স্পেশাল হয়।  এবারের গানটিও তেমনি।  অনেকদিন পর আমরা গানের রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও পর্যন্ত আনন্দ নিয়ে কাজ শেষ করেছি। আজ বেলাল খানের ইউটিউব চ্যানেল থেকে ‘তুমি ছাড়া নিয়ে আলো ’ গানটি প্রকাশ হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • প্রথমবার পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো জুনিয়র 
  • সাইবার সুরক্ষা আইনে করা মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে: আইন উপদেষ্টা
  • শাওকীর ‘গুলমোহর’ দিয়ে শাশ্বতর ইচ্ছে পূরণ
  • শাওকীর ‘গুলমোহর’ দিয়ে কলকাতার শাশ্বতর ইচ্ছে পূরণ
  • আইসিসির মাস সেরার লড়াইয়ে প্রথমবার মিরাজ
  • প্রথমবারের মতো পূর্ণাঙ্গ গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে মৌ
  • উর্দু ভাষায় পাকিস্তানে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ‘জংলি’
  • প্রথমবার ভিডিওতে বেলাল খান ও কর্নিয়া 
  • প্রথমবার ভিডিওতে একসঙ্গে বেলাল খান ও কর্নিয়া