পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে একটি মেহগনি গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আজ মঙ্গলবার সকালে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনের একটি গাছে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে গাছটি দেখতে ভিড় করেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে আটটা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এর একপর্যায়ে দুই বার বজ্রপাতের ঘটনা ঘটে। দ্বিতীয় বারের বজ্রপাতে মেহগনি গাছটি দ্বিখণ্ডিত হয়ে যায়। 

এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞানের ছাত্র আলামিন হোসেন বলেন, ‘ডিপার্টমেন্টে ঢুকতেই আলোর ঝলকানি রেখতে পাই। তারপর প্রচণ্ড শব্দ শুনি। কিছু বুঝে ওঠার আগেই গাছটা দু’ভাগ হয়ে যায়।’

কলেজের এক পরিচ্ছন্নতা কর্মী জোসনা তালুকদার বলেন, ‘বৃষ্টি এবং চারদিকে অন্ধকার, একটু বাতাস হল, এর মধ্যে একটা গর্জন। তারপর দেখি, গাছের ডাল ভেঙে পড়ে গেছে।’
 
এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞানের প্রফেসর মো.

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিভাগের শিক্ষকরা অফিস কক্ষে বসেছিলাম, আর বারান্দায় ছাত্রছাত্রীরা। বৃষ্টির মধ্যে হঠাৎ প্রচণ্ড শব্দে  বিদ্যুৎ চমকাল। তখন বাইরের দিকে তাকিয়ে দেখি মেহগনি গাছটা দ্বিখণ্ডিত হয়ে গেছ, ডালও ভেঙে পড়ল। জীবনে প্রথম কাছে থেকে বজ্রপাত প্রত্যক্ষ করলাম।’ 

কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আওয়াল বলেন, ‘আগে আমরা ভাবতাম বজ্রপাত হলে গাছের নিচে অবস্থান নেওয়া নিরাপদ। এখন দেখছি গাছও নিরাপদ নয়।’

উৎস: Samakal

কীওয়ার্ড: প বন কল জ র ম হগন

এছাড়াও পড়ুন:

মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।

আরো পড়ুন:

নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা

মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”

শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।

ঢাকা/রাহাত/রাসেল

সম্পর্কিত নিবন্ধ