বজ্রপাতের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সোমবার সকাল সাড়ে আটটা থেকে পরবর্তী ১-৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে এই দমকা বা ঝোড়ো হাওয়া হতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

সতর্কবার্তায় যেসব জেলার নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি ও বান্দরবান।

বজ্রপাতের বিষয়ে সতর্কবার্তায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো—

বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।

জানালা ও দরজা বন্ধ রাখুন।

সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।

নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।

গাছের নিচে আশ্রয় নেবেন না।

কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না। কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।

বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখুন।

জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।

বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।

শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করা রিমন আ.লীগ নেতার ছেলে

হবিগঞ্জে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে রিমন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। তবে, রিমনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার কোনো সম্পর্ক নেই বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অভিযুক্ত রিমন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবিদুর রহমানের ছেলে।

আরো পড়ুন:

নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ

বিচার প্রক্রিয়ায় আ.লীগ নিষিদ্ধ হওয়া উচিত: এ্যানি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার মুখপাত্র রাশেদা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, রিমন নামের এক যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার আহ্বায়ক ও সদস্যসচিবের সঙ্গে তোলা একটি ছবি ব্যবহার করে নিজেকে সমন্বয়ক পরিচয়ে এলাকায় সীমাহীন অবৈধ কার্যক্রম করছেন। বিশেষ করে চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। রিমনের সঙ্গে আমাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই। এমনকি তিনি জেলা কমিটির কোনো পর্যায়ের সদস্যও নন। সুতরাং তার অপকর্মের দায় সংগঠন বহন করবে না।

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ