‘আমার মা মারা গেছে, কাল মেজবান, আমাকে এখন ধইরেন না ভাই’
Published: 12th, May 2025 GMT
পুলিশ দেখেই দৌড় দিয়েছিলেন ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক ওরফে বাবুল (৪২)। গ্রেপ্তার এড়াতে সামনে পুকুর দেখে সেখানেই ঝাঁপ দেন তিনি। এরপর পুকুরে থাকা অবস্থায় পুলিশকে হাতজোড় করে বলেন, ‘দুই দিন আগে আমার মা মারা গেছে, কাল মেজবান আছে, আমাকে এখন ধরেন না ভাই।’ কিন্তু পুলিশ তার কথা শোনেনি। স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে উঠিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
আজ সোমবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযানে অংশ নেওয়া কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, ‘গ্রেপ্তার হওয়া আবু বক্কর সিদ্দিক বাবুল খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় মৃত আমির হামজার ছেলে। তিনি নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।’
জানা গেছে, আজ দুপুরে পুলিশ আসার খবর পেয়ে বাবুল একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু তিনি সফল হননি। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেরানীগঞ্জে বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
ঢাকার কেরানীগঞ্জে গভীর রাতে বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) ভোররাতে তারানগর ইউনিয়নের কাটালতলী এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
বাড়ির মালিক আব্দুল আজিজ বলেন, ‘‘ভোররাত ৪টার দিকে ৬ থেকে ৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ছাদ দিয়ে বাড়িতে ঢোকে। এ সময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়।’’
ডাকাতেরা নগদ ৬ লাখ ৬৮ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার ও একটি ক্যামেরা নিয়ে গেছে বলে দাবি করেছেন আব্দুল আজিজ।
আরো পড়ুন:
ডোমারে বিএনপি সভাপতির বাড়িতে দুর্ধর্ষ চুরি
শেরপুরের হাসপাতাল থেকে নবজাতক চুরি
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, ‘‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।’’
ঢাকা/শিপন/রাজীব