মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অনৈতিক প্রস্তাবের অপবাদ দিয়ে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এক বৃদ্ধকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃদ্ধকে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করলে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যান শ্রমিক দল নেতা ও তাঁর সহযোগী। 

এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর গতকাল মঙ্গলবার ঘটনা তদন্তে মাঠে নামে পুলিশ। তদন্তের বিষয়ে জানতে পেরে অভিযুক্ত শ্রমিক দল নেতা রনি বেপারী তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে ভুক্তভোগী ইসমাইল খানকে (৭০) হুমকি দিচ্ছেন বলে জানা গেছে। রনি টঙ্গিবাড়ীর ধীপুর ইউনিয়নের মৃত হায়দার আলী বেপারীর ছেলে।

থানা দেওয়া অভিযোগ থেকে জানা গেছে, গত রোববার উপজেলার ধীপুর ইউনিয়নের এক গৃহবধূ ইসমাইলের কাছে তিন হাজার টাকা ধার চান। তাঁকে টাকা ধার না দেওয়ায় তিনি স্থানীয় বাসিন্দা জুবায়ের ও শ্রমিক দল নেতা রনির কাছে অভিযোগ করেন ইসমাইল তাঁকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন। এতে তারা ইসমাইলকে মারধর করেন। এ সময় ইসমাইলকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রতিবেশী আলমগীর ও দিলা মিয়াকেও মারধর করেন তারা। মারধরের পর ইসমাইলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীর ধাওয়ায় রনি ও জুবায়ের পালিয়ে যান। পরে এলাকাবাসী ইসমাইলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

আহত ইসমাইল খান বলেন, ওই গৃহবধূ প্রায়ই তাদের বাড়িতে এসে সবজি নিয়ে যেতেন। কখনও টাকা দিতেন, কখনও দিতেন না। গত রোববার তাঁর কাছে তিন হাজার টাকা ধার চাইলে তিনি টাকা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবের অপবাদ দেন এবং তাঁর আত্মীয়-স্বজনকে দিয়ে তাঁকে মারধর করান।

এ বিষয়ে অভিযুক্ত রনি বেপারী বলেন, এক নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার কথা শুনে এলাকার ছেলেপেলে ইসমাইলকে মারধর করেছে। তিনি মারধর করেননি।

টঙ্গিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম রধর

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ