কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়েছেন গত সোমবার। পরদিন এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, যেটা শুনলে আনচেলত্তির হয়তো ভালো লাগবে না। লুলার মতে, জাতীয় দলের কোচ পদে ব্রাজিলের কোনো বিদেশির প্রয়োজন নেই। চীনে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি, যেটা প্রচারিত হয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে।

আরও পড়ুনমেসি বেছে নেবেন নিজের প্রিয় গোল, আপনার পছন্দের কোনটি৩৫ মিনিট আগে

গত ৬০ বছরের মধ্যে প্রথম বিদেশি হিসেবে ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। সর্বশেষ ১৯৬৫ সালে বিদেশি কোচের দ্বারস্থ হয়েছিলে ব্রাজিল। সে বছরের সেপ্টেম্বরে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের কোচ ছিলেন আর্জেন্টাইন ফিলপো নুনেজ। এক দিনের জন্য ওই এক ম্যাচেই ব্রাজিলের কোচ পদ সামলান নুনেজ। তাঁর আগে আরও দুজন বিদেশি কোচের সাহায্য নিয়েছে ব্রাজিল।
১৯২৫ কোপা আমেরিকায় ব্রাজিলের কোচ ছিলেন র‌্যামন প্লাতেরো। চার ম্যাচে মোট ২০ দিন ‘সেলেসাও’দের কোচ পদে ছিলেন তিনি। ১৯৪৪ সালে পর্তুগিজ কোচ জোরেকার অধীন উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল। মাত্র ৪ দিন ব্রাজিলের কোচ পদে ছিলেন জোরেকা।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ক চ পদ

এছাড়াও পড়ুন:

গ্রামীণফোনের ফোর-জি সেবায় কিছু সময়ের বিঘ্ন

মোবাইল অপারেটর গ্রামীণফোনে কিছু সময়ের জন্য নেটওয়ার্ক-বিভ্রাট ঘটেছে। বিশেষ করে ফোর-জি ব্যবহারে বিভ্রাটের কথা জানান গ্রাহকেরা। গ্রামীণফোন জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে এই বিভ্রাট হয়। তবে সমাধান হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে চারটার পর থেকে গ্রামীণফোন ব্যবহারকারী গ্রাহকেরা অনেকেই নিজেদের ফোনে ফোর-জি নেটওয়ার্ক পাচ্ছিলেন না। ডেটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে সমস্যার মুখে পড়েন। পাশাপাশি অনেকে ভয়েস কলেও সমস্যার কথা জানান। তবে সোয়া পাঁচটার দিকে ফোর-জি ব্যবহার করা যাচ্ছে বলে জানায় গ্রাহকেরা।

এ নিয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, কারিগরি সমস্যার কারণে গ্রাহক তাদের নেটওয়ার্ক ব্যবহার কিছু সময়ের জন্য সমস্যায় পড়েন, যা ইতিমধ্যে সমাধান করা হয়েছে। এ অসুবিধার জন্য অপারেটরটি দুঃখ প্রকাশ করেছে।

গ্রামীণফোন দেশের শীর্ষ মোবাইল অপারেটর। তাদের গ্রাহকসংখ্যা ৮ কোটি ৪৯ লাখ।

সম্পর্কিত নিবন্ধ