ছয় মাস আগেও আহমেদ আল-শারার মাথার দাম ছিল এক কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রই এই দাম ঘোষণা করেছিল। সেই শারা এখন সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন, করমর্দন করেছেন এবং সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সক্ষম হয়েছেন।

আহমেদ আল-শারা মূলত আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত ছিলেন। শারার দল হায়াত তাহরির আল-শাম ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের উৎখাতে নেতৃত্ব দেয়। আল-কায়েদা-সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট থেকে বেরিয়ে আসা হায়াত তাহরির আল-শামকে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেছিল। ক্ষমতা গ্রহণের পর থেকে শারা তার সামরিক দলকে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং তার দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করেন।

সিরিয়ার নেতা দেশের নতুন সরকারকে বন্ধুত্বপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং অ-যুদ্ধবাজ হিসেবে উপস্থাপন করার জন্য কাজ করছেন।

ডিসেম্বরে, দামেস্কে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের সফরের পর যুক্তরাষ্ট্র শারা-এর উপর থেকে জারি করা হুলিয়া বাতিল করে।

ট্রাম্প বুধবার সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

হোয়াইট হাউসের তথ্য অনুসারে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক স্থানীয় সময় সকাল ১০ টা ৭ মিনিটে শুরু হয়েছিল এবং ৩৩ মিনিট পরে বৈঠক শেষ হয়েছিল।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর থ ক

এছাড়াও পড়ুন:

প্রবাসীদের চাঁদার হার কমছে, বাড়বে বেসরকারি চাকরিজীবীদের চাঁদা

সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের চাঁদার হার কমবে এবং বেসরকারি চাকরিজীবীদের চাঁদার হার বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (১৪ মে) সচিবালয়ে জাতীয় পেনশন পর্ষদের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন  আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

পেনশন স্কিমকে গতিশীল করতে কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। প্রবাসীদের জন্য চালু করা প্রবাস স্কিমের সর্বনিম্ন মাসিক চাঁদার হার ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা করা হবে। সেই সঙ্গে বেসরকারি চাকরিজীবীদের মাসিক সর্বোচ্চ জমার পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হবে।

আরো পড়ুন:

সমাবর্তনে প্রধান উপদেষ্টা
দুটি নোবেল পাওয়ার জন্য চবি গর্ববোধ করতে পারে

১৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক
জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না: বিডা চেয়ারম্যান

পাশাপাশি একজন চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর আগ্রহী হলে তাকে তার মোট জমা করা অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ অর্থ এককালীন আর্থিক সুবিধা হিসেবে দেওয়ার সুযোগ রাখা হবে।

সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে-
(১) একজন চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর আগ্রহী হলে তাকে তার মোট জমা করা অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ অর্থ এককালীন আর্থিক সুবিধা হিসেবে দেওয়ার সুযোগ রাখা হবে।
(২) প্রবাস এবং প্রগতি পেনশন স্কিমে অংশগ্রহণকারী অনেকের মাসিক আয় তুলনামূলকভাবে অনেক কম হওয়ায় এ দুটি স্কিমে সর্বনিম্ন মাসিক চাঁদার হার দুই হাজার টাকার পরিবর্তে এক টাকা করার সিদ্ধান্ত হয় এবং প্রগতি পেনশন স্কিমে অংশগ্রহণকারীদের মধ্যে একটি অংশের মাসিক আয় বেসরকারি খাতের কর্মকর্তাদের গড় মাসিক আয়ের তুলনায় বেশি হওয়ায় তাদের সুবিধার্থে মাসিক সর্বোচ্চ জমার পরিমাণ ১০ হাজার টাকার পরিবর্তে ১৫ হাজার টাকায় উন্নীত করা হবে।
(৩) আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা চুক্তির আওতায় নিয়োজিত সেবাকর্মীদের প্রগতি পেনশন স্কিমে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

(৪) জাতীয় পেনশন কর্তৃপক্ষ ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশনের (আইএসএসএ) সদস্যপদ গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে করবে।
(৫) পেনশন স্কিমে জনগণের অংশগ্রহণ বাড়ানোর জন্য গৃহীত প্রচার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া (ফেসবুক) এবং ইউটিউবে বিজ্ঞাপন প্রচার করা হবে। পাশাপাশি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান, টকশো ও আন্তর্জাতিক ম্যাচ সরাসরি সম্প্রচারকালে বিজ্ঞাপন প্রচার ও পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের চলমান প্রচার কার্যক্রম জোরদার করা হবে।
(৬) সর্বজনীন পেনশন স্কিমের ইসলামিক ভার্সন চালুর বিষয়টি পরীক্ষা করে পরবর্তী সভায় উপস্থাপন করার সিদ্ধান্ত হয়।

ঢাকা/হাসনাত/সাইফ

সম্পর্কিত নিবন্ধ