নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামান হোসেন নামে এক অটোরিকশা চালককে হত্যা তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-আড়াইহাজার উপজেলার ফতেহপুরের বাগদী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই এলাকার মৃত আহমদ আলীর ছেলে মো.

বাদশা (৩৫) ও নাগেরচরের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম(৩৭)।


হত্যার শিকার জামান উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের শফিউদ্দিনের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন।

আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২০ সালের ৩০ মার্চ আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় লাল রঙের টেপ দিয়ে মুখ পেঁচানো, রশি দিয়ে হাত-পা বাঁধা ও দুই চোখ উপড়ানো অবস্থায় এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি অটোরিকশাচালক জামানের হিসেবে শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় তার ভাই জাকির হোসেন বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নগর ভবনে সশস্ত্র হামলায় মহানগর জামায়াতের প্রতিবাদ

দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারী অটো চালক সেজে যানজট নিরসন কর্মী ও নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দীন আহমাদ, জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আবদুল জব্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।

মঙ্গলবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অত্যন্ত পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে। যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই সেই সাথে সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানাই।

বৈষ্যম্যহীন একটি নতুন রাষ্ট্র গঠনের প্রত্যয়ে ২৪ এর গণ বিপ্লব হয়েছিল। কোন দখলবাজ বা সন্ত্রাসীদের আস্তানা এদেশে আর দানা বেঁধে উঠার সুযোগ নাই। তাই আমরা আর কোন সন্ত্রাসী গোষ্ঠীর এরকম ঘৃন্য কাজ   বরদাশত করবোনা।

প্রশাসন কে বলবো, যে বা যারা সমাজে শান্তি শৃংখলা বিনষ্ট করার অপচেষ্টা চালাবে তাদের কে কঠোর হাতে দমন করে জনমনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ
  • আওয়ামী দোসরদের বিরুদ্ধে ২ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
  • রূপগঞ্জে বায়ুদূষণকারী নির্মাণাধীন প্রতিষ্ঠানকে জরিমানা
  • বন্দরে বালিকা (অনূর্ধ্ব-১৪) এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণ
  • বন্দরে বালক (অনূর্ধ্ব-১৪) সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
  • নারায়ণগঞ্জে রিকশাচালক হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড
  •  হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও শাস্তি দিতে হবে : অধ্যাপক মাহবুবুর রহমান
  • পাসপোর্ট অফিস ও খানপুর হাসপাতালে দালালমুক্ত অভিযান, ২ জনকে দণ্ড
  • নগর ভবনে সশস্ত্র হামলায় মহানগর জামায়াতের প্রতিবাদ