সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী অপু উকিলের ১৪টি ফ্ল্যাট এবং পাঁচটি দোকান জব্দের পর সেসব সম্পত্তিতে রিসিভার নিয়োগের দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্টোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ অক্টোবর অসীম কুমার ও অপু উকিলের সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়। জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ধানমন্ডির ১১ নম্বর রোডে অবস্থিত ১ হাজার ৯৭৩ বর্গফুটের দুটি ফ্ল্যাট, যেখানে তারা বসবাস করেন।

এছাড়া উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে থাকা ১৪টি ফ্ল্যাট এবং বসুন্ধরা শপিং মলে অবস্থিত পাঁচটি দোকান জব্দ করা হয়। এ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার স্বার্থে আইন অনুযায়ী রিসিভার নিয়োগের আবেদন জানায় দুদক।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

একঝলক (৩ নভেম্বর ২০২৫)

ছবি: আবদুর রহমান

সম্পর্কিত নিবন্ধ