রূপগঞ্জে বায়ুদূষণকারী একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। বুধবার (১৪ মে) উপজেলার কাঞ্চন পূর্বাচল এলাকায় এস.আর.বি.জি কনস্ট্রাকশন নামের বায়ুদূষণকারী নির্মাণাধীন প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

 পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানে রূপগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.

মোবারক হোসেন এই অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানকালে, এস.আর.বি.জি কনস্ট্রাকশন নামের একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ১১(খ) বিধি লঙ্ঘন করতে দেখা যায়। এর প্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২লাখ টাকা জরিমানা করা হয়।  
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে “নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা মহিলাদলের সভাপতি সালমা আক্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।

বক্তব্যে মোঃ আল মুজাহিদ মল্লিক বলেন,“দেশে আজ নারী নিরাপত্তা ও মর্যাদা চরমভাবে হুমকির মুখে। বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা রক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করা হবে। তারেক রহমানের ৩১ দফা রূপরেখায় নারীর ক্ষমতায়ন একটি অগ্রাধিকারভিত্তিক প্রতিশ্রুতি, যা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”

সভাপতির বক্তব্যে সালমা আক্তার বলেন, “নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনের অগ্রভাগে থাকবে—এটাই বিএনপির অঙ্গীকার। নারী সমাজকে সংগঠিত ও সচেতন করে তুলতে মহিলাদল মাঠে কাজ করে যাচ্ছে।”

এসময় সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের নেত্রীবৃন্দসহ স্থানীয় নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপি কৃষকদের ফারমার্স কার্ড দিবে : সাখাওয়াত
  • তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপির কৃষক সভা
  • ১১২ টাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন
  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক