দক্ষিণ কোরিয়া ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক সন হিউং-মিনকে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। বৃহস্পতিবার কোরিয়ান ন্যাশনাল পুলিশ এজেন্সির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া নারীটির বয়স ২০-এর ঘরে এবং পুরুষটির বয়স ৪০-এর কোঠায় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ। অভিযোগে বলা হয়, ওই নারী সনের সঙ্গে সম্পর্কের দাবি তুলে জানান, তিনি গর্ভবতী এবং সেই সন্তানের বাবা সন। বিষয়টি গোপন রাখার শর্তে সনের কাছ থেকে অর্থ দাবি করেন তিনি। সন তা অস্বীকার করলে, ওই পুরুষ অভিযুক্ত ব্যক্তি মার্চ মাসে সনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে টাকা আদায়ের চেষ্টা চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সনের পক্ষ থেকে গত ৭ মে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। সন স্পষ্ট করে জানিয়ে দেন, অভিযোগকারী নারী যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং তিনি কোনো সন্তানের বাবা নন।

সিউলের গ্যাংনাম থানার তদন্তে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গত সোমবার দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। বুধবার আদালতের অনুমোদন পাওয়ার পরপরই অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

সনের ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানায়, 'এই ঘটনায় সন হিউং-মিন নিঃসন্দেহে একজন ব্ল্যাকমেইলের শিকার। বিষয়টি এখন পুলিশের তদন্তাধীন রয়েছে, তদন্তের বিস্তারিত ফলাফল প্রাপ্তির পর আমরা জানাব।'

এদিকে, এ ঘটনার প্রেক্ষিতে আবারও আলোচনায় এসেছে সনের ব্যক্তিগত জীবন। অতীতে দক্ষিণ কোরিয়ার দুই কেপপ তারকা ব্যাং মিন-আ এবং ইউ সো-ইয়ংয়ের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, সন বহুবার বলেছেন ফুটবল থেকে অবসর নেওয়ার আগে তিনি বিয়ের পরিকল্পনা করবেন না।

২০১৯ সালে দেওয়া এক সাক্ষাৎকারে সন বলেছিলেন, 'আমার বাবা সব সময় বলেন, খেলোয়াড়জীবনে ফুটবলই হতে হবে এক নম্বর। আমি তাঁর কথার সঙ্গে একমত। কারণ আপনি জানেন না কবে পর্যন্ত শীর্ষ পর্যায়ে খেলতে পারবেন। অবসরের পর দীর্ঘ জীবন তো রয়েছেই।'

চলতি মৌসুমে টটেনহ্যামের হয়ে কিছুটা ছন্দহীন সময় পার করলেও, ক্লাবকে ইউরোপা লিগে সাফল্য এনে দেওয়ার লক্ষ্যে আত্মবিশ্বাসী সন। আগামী ২১ মে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে তার দল।

উল্লেখ্য, টটেনহ্যামের হয়ে এক দশকে ৪৫১ ম্যাচ খেলে ১৭৩টি গোল করেছেন সন হিউং-মিন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ ডিআইজি 

পুলিশের চার উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। 

সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে অবসরের আদেশ জারি করা হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মনির হোসেন, রেলওয়ে পুলিশে সংযুক্ত ডিআইজি মাহবুব আলম, ঢাকা রেঞ্জে সংযুক্ত ডিআইজি আতিক ইসলাম এবং পুলিশ টেলিকমে সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম।

আরো পড়ুন:

কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

মেহেরপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড


 

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • পুলিশের ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ ডিআইজি