১৩ দেশ মিলে ওয়েস্ট ইন্ডিজ, তাহলে অলিম্পিক ক্রিকেটে খেলবে কোন দেশ
Published: 16th, May 2025 GMT
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে থাকছে ক্রিকেট। ছেলে ও মেয়েদের বিভাগে খেলবে ৬টি করে দল।
কোন ছয়টি দল খেলবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে ক্যারিবীয় অঞ্চলে ঘুরছে এর চেয়েও বড় প্রশ্ন—ওয়েস্ট ইন্ডিজে তো ১৩টি স্বাধীন দেশ, তাহলে অলিম্পিকে খেলবে কোন দেশ?
ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ বলতে একটি দল বোঝানো হয়। যে দলে জ্যামাইকা, বার্বাডোজ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, গায়ানাসহ মোট ১৫টি দেশ ও ভূখণ্ডের ক্রিকেটাররা একসঙ্গে খেলেন।
কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নিয়ম অনুযায়ী, অলিম্পিকে খেলতে পারে শুধু স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজ নামে কোনো দলের খেলার সুযোগ নেই। সে ক্ষেত্রে ক্যারিবীয় অঞ্চল থেকে কোন দেশটি লস অ্যাঞ্জলেসে খেলবে? এমন জটিল পরিস্থিতির মধ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে চিঠি লিখেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
বিশ্ব মানচিত্রে ওয়েস্ট ইন্ডিজ (সবুজ অংশ).উৎস: Prothomalo
কীওয়ার্ড: অল ম প ক
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট
আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার (৬ জুলাই) রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দি গ্রামের মো. লিয়াকতের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।
গৃহকর্তা লিয়াকত আলী জানান, ঘটনার সময় ১০/১২ জনের মুখোশ পরিহিত ডাকাত দল বাড়ির গেইটের তালা কেটে ঘরের ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ২ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুটে নেয়। এ সময় ডাকাত দলের পড়নে কালো টি শার্ট ও পেন্ট ছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত গ্রেপ্তারের চেষ্টা চলছে।