১৩ দেশ মিলে ওয়েস্ট ইন্ডিজ, তাহলে অলিম্পিক ক্রিকেটে খেলবে কোন দেশ
Published: 16th, May 2025 GMT
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে থাকছে ক্রিকেট। ছেলে ও মেয়েদের বিভাগে খেলবে ৬টি করে দল।
কোন ছয়টি দল খেলবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে ক্যারিবীয় অঞ্চলে ঘুরছে এর চেয়েও বড় প্রশ্ন—ওয়েস্ট ইন্ডিজে তো ১৩টি স্বাধীন দেশ, তাহলে অলিম্পিকে খেলবে কোন দেশ?
ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ বলতে একটি দল বোঝানো হয়। যে দলে জ্যামাইকা, বার্বাডোজ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, গায়ানাসহ মোট ১৫টি দেশ ও ভূখণ্ডের ক্রিকেটাররা একসঙ্গে খেলেন।
কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নিয়ম অনুযায়ী, অলিম্পিকে খেলতে পারে শুধু স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজ নামে কোনো দলের খেলার সুযোগ নেই। সে ক্ষেত্রে ক্যারিবীয় অঞ্চল থেকে কোন দেশটি লস অ্যাঞ্জলেসে খেলবে? এমন জটিল পরিস্থিতির মধ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে চিঠি লিখেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
বিশ্ব মানচিত্রে ওয়েস্ট ইন্ডিজ (সবুজ অংশ).উৎস: Prothomalo
কীওয়ার্ড: অল ম প ক
এছাড়াও পড়ুন:
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।
নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।
স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।