বাংলাদেশ দলের সঙ্গে নাহিদ রানা ও রিশাদ হোসেন দুবাই বিমানবন্দরে নেমেছিলেন বুধবার দুপুরে। এরপর থেকে শুক্রবার রাত দুইটা পর্যন্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেই আটকে ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার। ইমিগ্রেশন জটিলতায় বিমানবন্দরেই প্রায় তিন রাত কাটাতে হয়েছে নাহিদ-রিশাদকে।

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নাহিদ ও রিশাদ দুজনই গত ১০ মে পাকিস্তান থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরেছিলেন। এর চার দিন পরই সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য বাংলাদেশ দলের প্রথম বহরে আবার দুবাইয়ে পৌঁছান তাঁরা। কী কারণে দুই ক্রিকেটারকে দুবাই ইমিগ্রেশনে আটকে থাকতে হয়েছে, তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে পিএসএলে খেলে ফেরার পথে কোনো জটিলতার কারণে এমন হয়ে থাকতে পারে বলে ধারণা বিসিবির।

আটকে পড়ার পর আমিরাত ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ হাই কমিশনের প্রচেষ্টায় নাহিদ-রিশাদকে বিমানবন্দর থেকে বের করতে করতে পেরিয়ে গেছে প্রায় তিন রাত। বিমানবন্দরে আটকে থাকায় শারজায় বাংলাদেশ দলের বৃহস্পতি ও শুক্রবারের অনুশীলনেও অংশ নিতে পারেননি দুই ক্রিকেটার।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দলের দুই টি-টোয়েন্টির সিরিজ শুরু হচ্ছে আজ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। দ্বিতীয় ম্যাচ সোমবার একই মাঠে একই সময়ে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল দ শ দল র

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ