Risingbd:
2025-05-17@14:53:19 GMT

কার সঙ্গে হঠাৎ লঙ্কায় শাকিব?

Published: 17th, May 2025 GMT

কার সঙ্গে হঠাৎ লঙ্কায় শাকিব?

আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদে সিনেমাপ্রেমীদের জন্য পর্দায় ঝড় তুলতে প্রস্তুত হচ্ছে ‘তাণ্ডব’। ইতোমধ্যেই পাঠকে জেনেছেন শাকিব খানের নতুন সিনেমা এটি। 

তবে তাণ্ডব শুরু হওয়ার আগেই শাকিব খান নিজেই উড়াল দিলেন শ্রীলঙ্কায়! শুক্রবার সকালে ফ্লাইট ধরেছেন তিনি। গন্তব্য লঙ্কা দ্বীপ! উদ্দেশ্য সিনেমার গান আর অ্যাকশন দৃশ্যে ‘তাণ্ডব’ দেখানো। তবে প্রশ্ন হচ্ছে, শাকিবের সঙ্গী হয়েছেন কে?

খোঁজ নিয়ে জানা যায়, শাকিব খানের সঙ্গে আছেন সাবিলা নূর। এছাড়া সিনেমার কিছু ফাইট মাস্টার, টেকনিশিয়ান, ক্যামেরাম্যানসহ রয়েছে তাণ্ডব টিম।

জানা গেছে, ইতোমধ্যেই সিনেমার প্রায় ৭০ ভাগ শুটিং শেষ। ঢাকা, রাজশাহী, নানা লোকেশনে লেন্সবন্দি হয়েছে অনেক দৃশ্য। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এদিকে সিনেমার ‘ফার্স্টলুক’ বের হতেই নেটপাড়ায় শোরগোল! শাকিবের লুক দেখে কেউ বলছেন "এটা কি শাকিব নাকি মার্ভেল হিরো?" কারণ, নতুন এই রূপে তিনি একেবারেই অন্যরকম। পোস্টারও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

তবে এখনো একটাই প্রশ্ন সবার মুখে— ‘তাণ্ডব’ কি সত্যিই এই ঈদে আসছে? নির্মাতা রায়হান রাফী এখনো মুখে কুলুপ এঁটে আছেন। 
এই সিনেমার আরেকটা বড় চমক— দীর্ঘ এক যুগ পর পর্দায় ফিরছেন শাকিব-জয়া জুটি! দুই বাংলার প্রিয় তারকা জয়া আহসান বলেছেন, “শাকিবের ডেডিকেশন এখন একেবারে লেভেল আপ। খুব মন দিয়ে কাজ করেন। চরিত্রের ভেতরে ঢুকে যান। এই জিনিসটা সত্যিই অ্যাপ্রিশিয়েট করার মতো।”

প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, সিনেমার গল্প এক টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে। শাকিব, জয়া, সাবিলা— সবাই মিলে যে এবার ঈদে ‘তাণ্ডব’ বাঁধাবেন, সেটা এক প্রকার নিশ্চিত! এখন শুধুই অপেক্ষার পালা। 

ঢাকা/রাহাত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সাভারে বাগ্‌বিতণ্ডার জেরে বেসরকারি ৭১ টিভির ক্যামেরাপারসনকে মারধর

ঢাকার সাভারে বাগ্‌বিতণ্ডার জেরে বেসরকারি ৭১ টিভির ক্যামেরাপারসন মো. উজ্জ্বল হোসেনকে (৪২) মারধর করেছেন একদল যুবক। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের উত্তর চাপাইন এলাকার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত উজ্জ্বল হোসেনের বাড়ি সাভারের লালটেক এলাকায়। তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তিনি সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আহত উজ্জ্বল হোসেন জানান, উত্তর চাপাইন এলাকায় তাঁর বাসার অদূরে একটি পুকুরপাড়ে নিয়মিত মাদক সেবন করেন চাপাইন ও লালটেক এলাকার ১০ থেকে ২০ জন যুবক। তিনি বিভিন্ন সময় সেখানে মাদক সেবন করতে নিষেধ করেন। গতকাল শুক্রবার বিকেলে মোটরসাইকেলে আসা দুই যুবককে থামিয়ে কোথায় গিয়েছিল জানতে চাইলে তাঁরা তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। এরপর তিনি একটু দূরে লালটেক মসজিদ-সংলগ্ন এলাকায় যান। তখন ওই দুই যুবক আরও ৮ থেকে ১০ জনকে সঙ্গে নিয়ে মসজিদের সামনে যান। সেখানে তাঁর সঙ্গে ওই যুবকদের পরিচিত স্থানীয় ওহাব হাজি (৬০) ও তাঁর ছেলে মো. সাদ্দামের (৩০) বাগ্‌বিতণ্ডা হয়।

উজ্জ্বল অভিযোগ করেন, আজ বেলা ১১টার দিকে তিনি বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। লালটেক কেন্দ্রীয় মসজিদের সামনে পৌঁছালে সাদ্দাম তাঁর পথরোধ করেন। তাঁর (সাদ্দাম) বাবার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ তুলে তাঁকে বাঁশ দিয়ে পেটান। এ সময় সাদ্দামের দুই ভাই অতনু (২৫) ও হৃদয় (২০) ও তাঁর বাবা ওহাব হাজী (৬০) ঘটনাস্থলে এসে তাঁকে কিল-ঘুষি দেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জানতে চাইলে ওহাব হাজি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিঞা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তাঁরা একটি লিখিত অভিযোগ পেয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ