আইএসপিএবির নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, এখন ফলাফলের অপেক্ষা
Published: 17th, May 2025 GMT
দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫-২৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ নির্বাচন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলেছে। নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪ জন করে মোট ১৩ জন নির্বাচিত হবেন।
আজ আইএসপিএবি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোট সকাল থেকেই শুরু হয়েছে। এর মধ্যে সাধারণ শ্রেণিতে ২২৮ ভোট পড়েছে ও অ্যাসোসিয়েটসে ৫৫৭ জন ভোটার ভোট দিয়েছেন। সব মিলিয়ে একটা সুষ্ঠু নির্বাচন চলছে। আমরা ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করেছি।’ আইএসপিএবির ভোটার সংখ্যা সাধারণ শ্রেণিতে ২৬৩ ও অ্যাসোসিয়েটসে ৫৯৯ জন।
নির্বাচনে একটি প্যানেলের নেতা আমিনুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন উৎসবমুখর চলছে। আমাদের সদস্যরা দূর–দূরান্ত থেকে ভোট দিতে আসছেন।’
অপর একটি প্যানেলের নেতা মো.
উল্লেখ্য, নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪ জন করে মোট ১৩ জন নির্বাচিত হবেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সদস য শ র ণ
এছাড়াও পড়ুন:
যৌথ বাহিনীর অভিযানে আটক ২০০, অস্ত্র উদ্ধার
ঢাকাসহ সারা দেশে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০০ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বোমা ও চোরাচালানির পণ্য জব্দ করা হয়েছে। আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারির সঙ্গে কাজ করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ৮ থেকে ১৪ মে পর্যন্ত সাত দিনে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন, স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিট ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসব যৌথ অভিযানে হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, অবৈধ বালু উত্তোলনকারী, সরকারি বৃক্ষ কর্তনকারী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, দালাল চক্রের সদস্যসহ ২০০ জনকে আটক করা হয়েছে।
আইএসপিআর জানায়, আটকের সময় তাঁদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮৭টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৫টি ককটেল বোমা, ৬টি হাতবোমা, বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, চোরাই মুঠোফোন, পাসপোর্ট, নকল খাদ্যদ্রব্য, চোরাই চিনি, মসলা, অবৈধ ওষুধ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। শিল্পাঞ্চল এলাকায় শ্রমিক অসন্তোষ প্রশমনে সেনা টহল দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সঙ্গে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উদ্যাপন নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনীর টহল দল সার্বক্ষণিক নিরাপত্তা ও পর্যবেক্ষণ নিশ্চিত করেছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করতে অনুরোধ জানানো হয়েছে।
পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬৬২
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত) অভিযান চালিয়ে ১ হাজার ৬৬২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ১ হাজার ৫৮ জন। এ ছাড়া অন্যান্য অপরাধে জড়িত অভিযোগে ৬০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি ওয়ান শুটার জব্দ করার কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এর আগের ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৭১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।