নানক, তাঁর স্ত্রী ও মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Published: 18th, May 2025 GMT
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস আমরীন রাখির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।
গত ১৫ জানুয়ারি জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী ও তাঁদের মেয়ের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুদক। মামলায় ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিসিএল) থেকে লাইসেন্স নিয়ে রাতুল টেলিকম নামের একটি প্রতিষ্ঠান চালাতেন তাঁরা। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু ও পরিচালক এস আমরীন রাখি। তাঁরা জাহাঙ্গীর কবির নানকের ক্ষমতা অপব্যবহার করে বৈদেশিক ইনকামিং কলের মাধ্যমে যে অর্থ আয় করেছেন, তা দেশে আনেননি, যা মানি লন্ডারিং আইনে অপরাধ।
দুদকের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী ও তাঁদের মেয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে। এখন তাঁরা বিদেশ পালিয়ে যেতে পারেন বলে দুদক আশঙ্কা করছে। এ অবস্থায় তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। আদালত শুনানি নিয়ে এই তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
এর আগে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ১৪ মে নানক ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন একই আদালত।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পেশোয়ারকে উড়িয়ে প্লে–অফে সাকিবের লাহোর
যারা জিতবে, তারা উঠবে প্লে-অফে। যারা হারবে, তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। পিএসএলে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির এমন সমীকরণ লড়াইটিকে ‘অঘোষিত কোয়ার্টার ফাইনাল’ বানিয়ে ফেলে। এমন এক ম্যাচ দিয়েই দুই বছর পর পাকিস্তান সুপার লিগে প্রত্যাবর্তন সাকিব আল হাসানের। বাংলাদেশের সাবেক অধিনায়ককে নিয়েই আজ ম্যাচটি খেলেছে লাহোর কালান্দার্স। আর পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে নিশ্চিত করেছে প্লে-অফ খেলা। অবশ্য প্রথম এলিমিনেটরে খেলতে হবে লাহোরকে।
দুই বছর পর পিএসএলে সাকিবের প্রত্যাবর্তন ম্যাচটি হতে পারবে কি না, তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। রাওয়ালপিন্ডিতে প্রথম ধূলি-ঝড় ও পরে বজ্র-বৃষ্টিতে ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। আবহাওয়া শান্ত হওয়ার পর যখন খেলা শুরু হলো ম্যাচটি হয়ে গেছে ১৩ ওভারের।
টসে জিতে সাকিবের লাহোরকে ব্যাটিংয়ে পাঠায় পেশোয়ার। লাহোর ১৩ ওভারে করে ৮ উইকেটে ১৪৯ রান। রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারানো পেশোয়ার ১৩ ওভারে করতে পারে ৮ উইকেটে ১২৩ রান। সাতে নেমে ১৪ বলে সর্বোচ্চ ২৬ রান করেন ড্যানিয়েল স্যামস। নয়ে নেমে ১৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন আহমেদ দানিয়াল। সাকিব ২ ওভারে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। এর আগে লাহোরের ওপেনার ফখর জামান ৩৬ বলে করেছেন সর্বোচ্চ ৬০ রান। সাকিব ব্যাটিংয়ে নামেন ১১তম ওভারে। তবে প্রথম বলেই আউট হয়ে গেছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার।
প্রথম বলেই বোল্ড হয়েছেন সাকিব আল হাসান