বাড়তি একটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বাংলাদেশের
Published: 18th, May 2025 GMT
সংযুক্ত আরব আমিরাতে দুই টি-টোয়েন্টি খেলতে গিয়েছে বাংলাদেশ। শনিবার(১৭ মে) শারজাহতে প্রথম ম্যাচে বাংলাদেশ অনায়েসে জয় পায় ২৭ রানে। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল সোমবার (১৯ মে) একই মাঠে অনুষ্ঠিত হবে।
তবে সিরিজে আরো একটি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এজন্য সংযুক্ত আরব আমিরাতকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। যতটুকু জানা গেছে, এমিরেটস ক্রিকেট বোর্ডও খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস রাইজিংবিডিকে এ খবর নিশ্চিত করেছেন।
বিস্তারিত আসছে …
আরো পড়ুন:
সেঞ্চুরিতে ‘আইডল’ তামিমের পাশে বসতে পেরে আনন্দিত পারভেজ
কেকেআরের বিদায়: চ্যাম্পিয়নদের পতনের পেছনের কারণগুলো
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।
এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।
ঢাকা/শহিদুল/রফিক