মোস্তাফিজকে একাদশে রেখে ব্যাটিংয়ে দিল্লি
Published: 18th, May 2025 GMT
আইপিএলের ৬০তম ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। ছয় কোটি রুপিতে দলে ভিড়ানো মোস্তাফিজুর রহমানকে একাদশে রেখে টস হেরে ব্যাটিংয়ে নামে দিল্লি। আজকের ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেখানে মোস্তাফিজ কী ভূমিকা রাখতে পারেন, সেটিই দেখার বিষয়।
মোস্তাফিজ অবশ্য গতকাল শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। ওই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ২৭ রানে।
মোস্তাফিজ আইপিএলের নিলামে ছিলেন ২ কোটি রুপি ভিত্তিমূল্যে। তবে প্রথমে তিনি কোনো দল পাননি। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ার পর অনেক বিদেশি ক্রিকেটার আইপিএলে খেলতে অস্বীকৃতি জানালে ফ্র্যাঞ্চাইজিগুলো বিপাকে পড়ে। সে কারণেই ২ কোটি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে নেয় দিল্লি। মূলত, অন্যান্য দলগুলোর আগ্রহেই তার মূল্য তিন গুণে পৌঁছে যায়।
আরো পড়ুন:
ম্যাচ কমানোর শর্তে পাকিস্তান সফরে যেতে রাজি লিটনরা
বাড়তি একটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বাংলাদেশের
এর আগেও দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেছেন এই বাঁহাতি পেসার। দলের প্রতি আস্থা ও প্রয়োজনীয়তা থেকেই আবারও তাকে স্কোয়াডে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
মোস্তাফিজ এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস এবং দিল্লির হয়ে আইপিএলে খেলেছেন। তার বৈচিত্র্যময় কাটার ও ডেথ ওভারে বোলিংয়ের দক্ষতা তাকে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ বোলারে পরিণত করেছে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে