করোনার খেলা আবার শুরু, মাঠের বাইরে হেড
Published: 19th, May 2025 GMT
এবারের আইপিএল মৌসুম ভুলে যেতে চাইবেন ট্রাভিস হেড। তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদের এখনো তিন ম্যাচ বাকি। এর অনেক আগেই প্লে-অফ পর্বের দৌড় থেকে ছিটকে পড়েছে হায়দরাবাদ।
হেড নিজেও প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি। ১০ ইনিংসে ২৮.১০ গড়ে করেছেন ২৮১ রান। সর্বশেষ চার ইনিংসের একটিতেও ৩০ ছুঁতে পারেননি; এই চার ইনিংসে স্ট্রাইক রেটও বড্ড বেমানান—১০৩.
তাই ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় হতাশা নিয়েই হেডকে অস্ট্রেলিয়ায় ফিরতে হয়েছিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের যুদ্ধবিরতির ঘোষণায় আইপিএলের বাকি অংশ আবার শুরু হলেও এখনো হায়দরাবাদ দলে যোগ দিতে পারেননি এই ওপেনার। কারণ, তাঁকে মাঠের বাইরে থাকতে বাধ্য করেছে একসময়ের বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। হায়দরাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি কাল রাতে এই দুঃসংবাদ দিয়েছেন।
আইপিএলে আজ রাতে লক্ষ্মৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে স্বাগতিক লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে সানরাইজার্স। কিন্তু করোনায় আক্রান্ত হেড এখনো ভারতে পৌঁছাতে পারেননি। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচটি তিনি খেলতে পারবেন না।
এবারের আইপিএলে খুব একটা ভালো করতে পারেননি ট্রাভিস হেডউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ
দুই মাসের মধ্যে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা’ পরিবর্তন করল সরকার। সংশোধিত বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয়েছে। গতকাল রোববার সংশোধিত বিধিমালা গেজেটে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এর আগে গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ -এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল।
এরপর ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশে সংগীত শিক্ষকের বদলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করেন। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করা না হলে তাঁরা আন্দোলনেরও হুমকি দেন।
আরও পড়ুনপ্রাথমিকে কেন সংগীত শিক্ষক, বিরোধিতায় কারা, কী বলছেন শিক্ষকেরা২৯ সেপ্টেম্বর ২০২৫গত আগস্টে জারি করা বিধিমালায় চার ধরনের শিক্ষকের কথা বলা ছিল। সেগুলো ছিল প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কথা বলা হয়েছে।