করোনার খেলা আবার শুরু, মাঠের বাইরে হেড
Published: 19th, May 2025 GMT
এবারের আইপিএল মৌসুম ভুলে যেতে চাইবেন ট্রাভিস হেড। তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদের এখনো তিন ম্যাচ বাকি। এর অনেক আগেই প্লে-অফ পর্বের দৌড় থেকে ছিটকে পড়েছে হায়দরাবাদ।
হেড নিজেও প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি। ১০ ইনিংসে ২৮.১০ গড়ে করেছেন ২৮১ রান। সর্বশেষ চার ইনিংসের একটিতেও ৩০ ছুঁতে পারেননি; এই চার ইনিংসে স্ট্রাইক রেটও বড্ড বেমানান—১০৩.
তাই ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় হতাশা নিয়েই হেডকে অস্ট্রেলিয়ায় ফিরতে হয়েছিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের যুদ্ধবিরতির ঘোষণায় আইপিএলের বাকি অংশ আবার শুরু হলেও এখনো হায়দরাবাদ দলে যোগ দিতে পারেননি এই ওপেনার। কারণ, তাঁকে মাঠের বাইরে থাকতে বাধ্য করেছে একসময়ের বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। হায়দরাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি কাল রাতে এই দুঃসংবাদ দিয়েছেন।
আইপিএলে আজ রাতে লক্ষ্মৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে স্বাগতিক লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে সানরাইজার্স। কিন্তু করোনায় আক্রান্ত হেড এখনো ভারতে পৌঁছাতে পারেননি। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচটি তিনি খেলতে পারবেন না।
এবারের আইপিএলে খুব একটা ভালো করতে পারেননি ট্রাভিস হেডউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...
ঢাকা/রায়হান/রফিক