কোনো নির্ধারিত হাটের উদ্দেশে যাওয়া গরুর ট্রাক মাঝপথে থামানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রতি বছরের মতো ঈদের আগে আমরা আইনশৃঙ্খলা কমিটির সভা করলাম। এখানে বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্ন সেক্টরের অনেকেই ছিলেন। আপনারা জানেন যে, আমাদের গরুর হাটগুলো শৃঙ্খলার মধ্যে থাকে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব গরুর গাড়ি আসবে, সেসবের সামনে সুনির্দিষ্ট হাটের তথ্য থাকতে হবে। যেখানে সেখানে গরু নামাতে পারবে না। রাস্তায় গরু না নামিয়ে নির্ধারিত স্থানে নামাতে হবে।’

তিনি বলেন, ‘প্রতিটি হাটেই আনসার রাখতে হবে। কিছু হাটে ৭৫ জন করে আবার কিছু হাটে কম-বেশি হতে পারে। নিরাপত্তার পাশাপাশি গরুর চিকিৎসক থাকতে হবে। কোনোভাবেই যেন অসুস্থ গরু বিক্রি না হয়। অনেক সময় গরুর আঘাতে মানুষ আহত হয় এজন্য ফাস্ট এইডেরও ব্যবস্থা রাখতে হবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবছর শতকরা ৫ টাকা হাসিল নিলেও আগামী বছর ১০০ টাকায় ৪ টাকা নিতে হবে। টেন্ডার হয়ে যাওয়ায় এ বছরই এটা করতে পারলাম না। এ নিয়ে আমরা সংশ্লিষ্টদের জানিয়েছি। আর ঈদের ৫ দিন আগে থেকে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ঈদের পর ৩ দিন চলাচল বন্ধ থাকবে। এটা কোনো অবস্থায় রাতে চলতে পারবে না।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ হ ঙ গ র আলম চ ধ র গর র হ ট গর

এছাড়াও পড়ুন:

আইপিএলে কোহলিদের দলে জিম্বাবুয়ের মুজারাবানি 

আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুয় যোগ দিচ্ছেন জিম্বাবুয়ের পেসার ব্লেজিং মুজারাবানি। ইংল্যান্ডের বিপক্ষে চার দিনের একমাত্র টেস্ট ম্যাচ খেলে বিরাট কোহলিদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা তার।

বেঙ্গালুরু দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির জায়গায় দলে নিচ্ছে ৬ ফিট ৮ ইঞ্চি উচ্চতার মুজারাবানিকে। কোহলিদের ক্যাম্পে ২৬ মে অর্থাৎ শেষ লিগ ম্যাচের আগে যোগ দেবেন তিনি। তাকে ৭৫ লাখ রুপিতে বেঙ্গালুরু দলে নিচ্ছে বলে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে।

বেঙ্গালুরু এরই মধ্যে আইপিএলের প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। তবে ফাইনালে উঠলে আবার মুজারাবানিকে হারাতে পারে দলটি। কারণ ইংল্যান্ড সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ জুন একমাত্র টেস্টের আরেকটি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। ওই দিনই মাঠে গড়াবে আইপিএলের ফাইনাল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকা টেস্টটি খেলবে। জিম্বাবুয়ে তাদের টেস্ট দলের সেরা ক্রিকেটার মুজারাবানিকে ওই ম্যাচে পেতে চাইবে। ডানহাতি এই পেসার জিম্বাবুয়ের হয়ে শেষ ৪ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন।

মুজারাবানি এর আগে কখনো আইপিএলে খেলেননি। তবে লক্ষ্নৌ সুপার জায়ান্টের নেট বোলার ছিলেন তিনি। সে সময় লক্ষ্নৌর কোচ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। বর্তমানে তিনি বেঙ্গালুরুর কোচ। তিনিই পুরনো শিষ্যকে পুনরায় দলে ভিড়িয়েছেন। মুজারাবানি পূর্বে দুই বছরের কোলপ্যাক চুক্তিতে ইংল্যান্ডে কাউন্টি খেলেছেন। 

সম্পর্কিত নিবন্ধ