টঙ্গীতে ভাড়া বাসা থেকে বাক্প্রতিবন্ধী নারীর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার
Published: 19th, May 2025 GMT
গাজীপুরের টঙ্গীতে ভাড়া বাসা থেকে বাক্প্রতিবন্ধী একজন নারীর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীবাড়ী পুকুরপাড় এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম রাবেয়া সাবরিন আক্তার ওরফে লিখন (২৮)। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর পটখালী গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে। টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে (মৈত্রী শিল্প) কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। মা রাজিয়া বেগমকে নিয়ে থাকতেন গাজীবাড়ী পুকুরপাড় এলাকার একটি বাসায়।
পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের বরাত দিয়ে পুলিশ জানায়, বছরখানেক ধরে ভবনটির দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নিয়ে মায়ের সঙ্গে থাকতেন সাবরিন। আজ সকালে তিনি বাসায় একাই ছিলেন। সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী একজন ভাড়াটিয়া ওই কক্ষের দরজা বাইরে থেকে আটকানো দেখতে পান। পরে কক্ষের দরজা খুলে দেখেন বিছানার ওপর ওড়না ও গামছা দিয়ে সাবরিন আক্তারের হাত-পা ও মুখ বাঁধা নিথর দেহ। এরপর পুলিশে খবর দেন সেখানকার বাসিন্দারা। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স বর ন
এছাড়াও পড়ুন:
বাংলাদেশি নাগরিক হিসেবে সব অধিকার ভোগ করার জন্য প্রস্তুত আছি: নিরাপত্তা উপদেষ্টা
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার যে অধিকার রয়েছে, তা পূর্ণাঙ্গরূপে ভোগ করতে প্রস্তুত আছি।
সম্প্রতি বিএনপির এক শীর্ষ নেতা খলিলুর রহমানকে বিদেশি নাগরিক বলে অভিযোগ করার পর রোববার বাসসকে এ কথা জানান তিনি।
ড. খলিলুর রহমান বলেন, ‘এই অভিযোগ প্রমাণের দায়ভার অভিযোগকারীর ওপর বর্তায় এবং প্রয়োজনে তা আদালতে প্রমাণ করতে হবে।’
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, ‘আমি একজন বাংলাদেশি নাগরিক। সেই হিসেবে আমার পূর্ণাঙ্গ অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছি।’
সম্প্রতি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একজন বিদেশি নাগরিক।