সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
রবিবার (১৯ মে) তার অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৮২ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং ক্যান্সার তার হাড়ে ছড়িয়ে পড়েছে । খবর বিবিসির।
এতে বলা হয়, জো বাইডেন গত সপ্তাহে প্রসাবজনিত সমস্যার কারণে একজন চিকিৎসকের কাছে যান। এরপর পরীক্ষা-নিরীক্ষা করা হলে শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে।
আরো পড়ুন:
নিউ ইয়র্কের ব্রুকলিন সেতুতে মেক্সিকো নৌবাহিনীর জাহাজের ধাক্কা, নিহত ২
ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প
বাইডেনের ক্যান্সার শনাক্তের খবর ছড়িয়ে পড়ার পর উভয় রাজনৈতিক পক্ষ থেকেই তার প্রতি সমবেদনা জানানো হয়।
বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প “জো বাইডেনের এ খবরে শোকাহত।” তারা দ্রুত জো বাইডেনের আরোগ্য কামনা করেন।
প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক্সে এক পোস্টে লেখেন, তিনি ও তার স্বামী জো-বাইডেনকে প্রার্থনায় রেখেছেন।
তিনি লেখেন, “আমি জানি জো একজন যোদ্ধ। এই চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি তার আছে।”
প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেলও এই বিষয়ে পোস্ট করেন।
ওবামা লেখেন, “জো বাইডেনের চেয়ে ক্যান্সারের চিকিৎসার অগ্রগতি জন্য আর কেউ এতো বেশি চেষ্টা করেননি। আমি নিশ্চিত, তিনি এই চ্যালেঞ্জের মোকাবিলা করবেন তার চিরচেনা দৃঢ়তা ও মর্যাদার সঙ্গে। আমরা তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
মার্কিন ইতিহাসে সব থেকে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জো বাইডেন। জো বাইডেন তার স্বাস্থ্য ও বয়সজনিত উদ্বেগের কারণে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়াতে বাধ্য হতে হন।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।
জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।
গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’
এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স