সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
রবিবার (১৯ মে) তার অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৮২ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং ক্যান্সার তার হাড়ে ছড়িয়ে পড়েছে । খবর বিবিসির।
এতে বলা হয়, জো বাইডেন গত সপ্তাহে প্রসাবজনিত সমস্যার কারণে একজন চিকিৎসকের কাছে যান। এরপর পরীক্ষা-নিরীক্ষা করা হলে শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে।
আরো পড়ুন:
নিউ ইয়র্কের ব্রুকলিন সেতুতে মেক্সিকো নৌবাহিনীর জাহাজের ধাক্কা, নিহত ২
ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প
বাইডেনের ক্যান্সার শনাক্তের খবর ছড়িয়ে পড়ার পর উভয় রাজনৈতিক পক্ষ থেকেই তার প্রতি সমবেদনা জানানো হয়।
বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প “জো বাইডেনের এ খবরে শোকাহত।” তারা দ্রুত জো বাইডেনের আরোগ্য কামনা করেন।
প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক্সে এক পোস্টে লেখেন, তিনি ও তার স্বামী জো-বাইডেনকে প্রার্থনায় রেখেছেন।
তিনি লেখেন, “আমি জানি জো একজন যোদ্ধ। এই চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি তার আছে।”
প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেলও এই বিষয়ে পোস্ট করেন।
ওবামা লেখেন, “জো বাইডেনের চেয়ে ক্যান্সারের চিকিৎসার অগ্রগতি জন্য আর কেউ এতো বেশি চেষ্টা করেননি। আমি নিশ্চিত, তিনি এই চ্যালেঞ্জের মোকাবিলা করবেন তার চিরচেনা দৃঢ়তা ও মর্যাদার সঙ্গে। আমরা তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
মার্কিন ইতিহাসে সব থেকে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জো বাইডেন। জো বাইডেন তার স্বাস্থ্য ও বয়সজনিত উদ্বেগের কারণে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়াতে বাধ্য হতে হন।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
সৌদি আরবে বিশ্বের প্রথম এআই ক্লিনিক চালু
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানা চমক গত কয়েক বছরে পৃথিবীজুড়ে দেখা যাচ্ছে। ডা. হুয়া নামে একজন এআই চিকিৎসক এবার রীতিমতো ক্লিনিকে রোগী দেখবে বলে জানা গেছে। সৌদি আরবে এআই চিকিৎসক আছে এমন একটি ক্লিনিক চালু করা হয়েছে। সৌদি আরব বিশ্বের প্রথম এআই ক্লিনিক চালু করছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোগীদের রোগ নির্ণয় করা হবে। সিনি এআই নামে একটি চীনভিত্তিক চিকিৎসা প্রযুক্তি সংস্থা আলমুসা হেলথ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে এই ক্লিনিক চালু করেছে। গত মাসে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা প্রদেশে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছে এআই ক্লিনিক।
এআই ক্লিনিকের লক্ষ্য রোগীদের রোগনির্ণয় ও চিকিৎসার জন্য প্রথম যোগাযোগের জন্য মানব চিকিৎসকদের বদলে এআই চিকিৎসক ব্যবহার করা। এআই এখানে অনেক কাজ করলেও মানবচিকিৎসক পর্যবেক্ষক হিসেবে পুরো সিস্টেমে নজর রাখছেন। সিনি এআই জানিয়েছে, এআই ক্লিনিক একটি উদ্ভাবনী চিকিৎসা সেবাব্যবস্থা। এখানে এআই ডাক্তাররা স্বাধীনভাবে রোগের সন্ধান থেকে শুরু করে প্রেসক্রিপশন পর্যন্ত দিতে পারে। এআই যে পরামর্শ দিচ্ছে, মানব ডাক্তাররা তা পর্যালোচনা করেন।
রোগীরা ক্লিনিকে আসার পর একটি ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে ডা. হুয়াকে সব তথ্য দেন। এআই রোগীর সব তথ্য ও লক্ষণ পর্যালোচনা করে। এআই প্রকৃত ডাক্তারের মতো রোগীদের নানা প্রশ্ন করে। মানব সহকারীর সাহায্যে রোগীর বিভিন্ন তথ্য ও ছবি বিশ্লেষণ করে রোগীকে বিভিন্ন পরামর্শ দেয় ডা. হুয়া। এআই যে চিকিৎসা পরিকল্পনা প্রদান করে, তা পরবর্তী সময়ে একজন মানব ডাক্তার পর্যালোচনা করে স্বাক্ষর করেন। মানব ডাক্তাররা এমন জরুরি অবস্থার জন্য এখানে উপস্থিত থাকেন, যা হয়তো এআই করতে পারে না।
বর্তমানে এআই ডাক্তার শুধু শ্বাসযন্ত্রের অসুস্থতা সম্পর্কে পরামর্শ প্রদান করছে। হাঁপানি ও ফ্যারিঞ্জাইটিসের মতো প্রায় ৩০টি রোগের চিকিৎসা করতে পারে এআই ডাক্তার। সিনি এআই ভবিষ্যতে আরও নতুন ৫০টি শ্বাসযন্ত্র, গ্যাস্ট্রোএন্টেরোলজিক্যাল ও চর্মরোগ–সংক্রান্ত রোগকে চিকিৎসার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য এআই ডাক্তারের ডেটাবেস প্রসারিত করার লক্ষ্যে এখন কাজ করছে বলে জানা গেছে। পাইলট প্রোগ্রামের ডায়াগনস্টিক ডেটা ১৮ মাসের মধ্যে অনুমোদনের জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সিনি এআই জানিয়েছে, চলমান পরীক্ষার আগে প্রযুক্তিটির ত্রুটির হার ০.৩ শতাংশ ছিল।
সিনি এআইয়ের সিইও ঝাং শাওডিয়ান বলেন, ‘অতীতে এআই যা করেছে, তা শুধু ডাক্তারদের সহায়তা করার কাজ। এখন আমরা এআইকে সরাসরি রোগীদের রোগনির্ণয় ও চিকিৎসা করার সুযোগ দিতে কাজ করছি।’
টেনসেন্ট, হংশান ক্যাপিটাল, জিজিভি ক্যাপিটাল ও চীনের সরকার এআই চিকিৎসকের বিকাশে অর্থায়ন করছে বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি