আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুয় যোগ দিচ্ছেন জিম্বাবুয়ের পেসার ব্লেজিং মুজারাবানি। ইংল্যান্ডের বিপক্ষে চার দিনের একমাত্র টেস্ট ম্যাচ খেলে বিরাট কোহলিদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা তার।

বেঙ্গালুরু দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির জায়গায় দলে নিচ্ছে ৬ ফিট ৮ ইঞ্চি উচ্চতার মুজারাবানিকে। কোহলিদের ক্যাম্পে ২৬ মে অর্থাৎ শেষ লিগ ম্যাচের আগে যোগ দেবেন তিনি। তাকে ৭৫ লাখ রুপিতে বেঙ্গালুরু দলে নিচ্ছে বলে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে।

বেঙ্গালুরু এরই মধ্যে আইপিএলের প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। তবে ফাইনালে উঠলে আবার মুজারাবানিকে হারাতে পারে দলটি। কারণ ইংল্যান্ড সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ জুন একমাত্র টেস্টের আরেকটি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। ওই দিনই মাঠে গড়াবে আইপিএলের ফাইনাল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকা টেস্টটি খেলবে। জিম্বাবুয়ে তাদের টেস্ট দলের সেরা ক্রিকেটার মুজারাবানিকে ওই ম্যাচে পেতে চাইবে। ডানহাতি এই পেসার জিম্বাবুয়ের হয়ে শেষ ৪ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন।

মুজারাবানি এর আগে কখনো আইপিএলে খেলেননি। তবে লক্ষ্নৌ সুপার জায়ান্টের নেট বোলার ছিলেন তিনি। সে সময় লক্ষ্নৌর কোচ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। বর্তমানে তিনি বেঙ্গালুরুর কোচ। তিনিই পুরনো শিষ্যকে পুনরায় দলে ভিড়িয়েছেন। মুজারাবানি পূর্বে দুই বছরের কোলপ্যাক চুক্তিতে ইংল্যান্ডে কাউন্টি খেলেছেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র ট ক হল

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ