আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুয় যোগ দিচ্ছেন জিম্বাবুয়ের পেসার ব্লেজিং মুজারাবানি। ইংল্যান্ডের বিপক্ষে চার দিনের একমাত্র টেস্ট ম্যাচ খেলে বিরাট কোহলিদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা তার।

বেঙ্গালুরু দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির জায়গায় দলে নিচ্ছে ৬ ফিট ৮ ইঞ্চি উচ্চতার মুজারাবানিকে। কোহলিদের ক্যাম্পে ২৬ মে অর্থাৎ শেষ লিগ ম্যাচের আগে যোগ দেবেন তিনি। তাকে ৭৫ লাখ রুপিতে বেঙ্গালুরু দলে নিচ্ছে বলে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে।

বেঙ্গালুরু এরই মধ্যে আইপিএলের প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। তবে ফাইনালে উঠলে আবার মুজারাবানিকে হারাতে পারে দলটি। কারণ ইংল্যান্ড সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ জুন একমাত্র টেস্টের আরেকটি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। ওই দিনই মাঠে গড়াবে আইপিএলের ফাইনাল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকা টেস্টটি খেলবে। জিম্বাবুয়ে তাদের টেস্ট দলের সেরা ক্রিকেটার মুজারাবানিকে ওই ম্যাচে পেতে চাইবে। ডানহাতি এই পেসার জিম্বাবুয়ের হয়ে শেষ ৪ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন।

মুজারাবানি এর আগে কখনো আইপিএলে খেলেননি। তবে লক্ষ্নৌ সুপার জায়ান্টের নেট বোলার ছিলেন তিনি। সে সময় লক্ষ্নৌর কোচ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। বর্তমানে তিনি বেঙ্গালুরুর কোচ। তিনিই পুরনো শিষ্যকে পুনরায় দলে ভিড়িয়েছেন। মুজারাবানি পূর্বে দুই বছরের কোলপ্যাক চুক্তিতে ইংল্যান্ডে কাউন্টি খেলেছেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র ট ক হল

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে ১০ শিক্ষার্থী অসুস্থ 

সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে ১০ জন স্কুলশিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন - লিজা আক্তার, আনিসা আক্তার, রাজিয়া আক্তার, হাদিয়া আক্তার, হাফসা আক্তার, এলিন আক্তার, তানিসা আক্তার। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মেহেরুন নেছা নামে এক ছাত্রীকে বাড়ীতে পাঠানো হয়েছে। 

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন সময়ে প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে তার পরই একে একে ১০জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিকেলে পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তৃব্যরত চিকিৎসক ডা. তাহমিনা আক্তার বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তারা শ্বাসকষ্টে আক্রান্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ