শিক্ষা শুধু একটি প্রতিষ্ঠানিক প্রক্রিয়া নয়, এটি একটি জাতিকে আলোকিত করার অন্যতম প্রধান মাধ্যম।

উন্নয়নশীল বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার গুণগত মান উন্নয়ন একটি জাতীয় অগ্রাধিকার-এমন উপলব্ধি থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০ মে) দিনব্যাপি উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক ড.

মো. আব্দুস সালাম।

এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক ও অভিভাবকমহল। 

"শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করার কৌশল" শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আব্দুস সালাম শিক্ষার গুণগত উন্নয়নে আধুনিক কৌশল ও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার প্রতি আন্তরিকতা ও দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছি।

এই আয়োজন নিঃসন্দেহে উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এমন কার্যকর উদ্যোগই একটি আলোকিত ও সক্ষম প্রজন্ম গঠনের পথ প্রশস্ত করে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ উপজ ল উপজ ল ন নয়ন

এছাড়াও পড়ুন:

কাঁধে বাহারি ব্যাগ

ব্যাগের প্রয়োজনীয়তা সবসময়ই ছিল এবং আছে। বর্তমান সময়ে এটি প্রয়োজন ছাপিয়ে হয়ে উঠেছে ফ্যাশনের অনুষজ্ঞ। কলেজ-অফিস কিংবা কোনো পার্টি, যেখানেই যান না কেন পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ না থাকলে ঠিক জমে না। ব্যাগ ছোট হোক কিংবা বড় তা একজনের ব্যক্তিত্বে যোগ করে ভিন্ন মাত্রা। হাল ফ্যাশনের ব্যাগ নিয়ে জানাচ্ছেন তানজিনা আকতারী 

ব্যাগ মানেই টাকা, প্রসাধনী, মোবাইল ফোনসহ প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র বহন করার মাধ্যম। চটজলদি কেনাকাটায় টুপ করে কয়েন, টাকা বা বিভিন্ন পণ্য ব্যাগে ঢুকিয়ে পথ চলতে সবারই সুবিধা হয়। প্রয়োজনের পাশাপাশি ব্যাগ ফ্যাশনের অনুষজ্ঞও বটে। 
হুটহাট বৃষ্টির হাত থেকে বই-খাতা ও প্রয়োজনীয় জিনিসকে বাঁচাতে নিজের ব্যবহৃত ব্যাগের ভেতরে সিনথেটিক কাপড়ের ব্যাগ ভাঁজ করে রাখা যেতে পারে। কেনাকাটায় দোকান থেকে পাওয়া কাগজের ব্যাগ বৃষ্টির ছিটার তোড়ে জিনিসপত্র হারানোর ভয় তাতে থাকে না।
বাজারে নানা ধরনের ব্যাগের প্রচলন রয়েছে। ছোট থেকে বড় নানা ঢংয়ের ব্যাগ রয়েছে বাজারজুড়ে। ব্যাগপ্যাকও দারুণ জনপ্রিয় তরুণদের মধ্যে। তাতেও আছে রকমফের। এম-গিয়ার ব্যাগপ্যাক আর টি-গিয়ার ব্যাগপ্যাক। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে মেয়েদের মধ্যেও দারুণ জনপ্রিয় ব্যাগগুলো।  
ব্যাগের রঙেও আছে নতুনত্ব। কালো তো বটেই, আছে সাদা, নীল, সবুজ, বেগুনি, খয়েরি, গোলাপি, লাল, পিচসহ নানা রং। অনেকে ডেনিমের ব্যাগ, রঙিন নকশার বাহারি কাপড়, চটের বা পাটের ব্যাগ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আবার ব্যাগে হ্যান্ডপেইন্ট ও ব্লকের কাজও চলছে সমানতালে। 
বতর্মানে হ্যান্ডব্যাগ ও শোল্ডার ব্যাগের প্রচলন রয়েছে। ছাত্রীদের পছন্দের তালিকায় রয়েছে ব্যাগপ্যাক নয়তো টোট ব্যাগ। গৃহিণী, ব্যবসায়ী, চাকরিজীবীরা লেদারের ব্যাগ, সিনথেটিক লেদার, ক্রসবডি ব্যাগ ইচ্ছেমতো নিতে পারেন। পার্টিতে বটুয়া, পার্স, ক্লাচ চলছে দেদার। 
বেত, কাঠ, হোগলা পাতা, চটের ব্যাগও যে কোনো পরিবেশে দারুণ মানিয়ে যায়। তবে পানির ছোঁয়া পাবে না এমন জায়গায় এ ধরনের ব্যাগ ব্যবহার করা উচিত। এসব ছাড়াও লাঞ্চ ক্যারি ব্যাগ, ওয়াটার বটল ক্যারি ব্যাগ, মেকআপ টুলস ক্যারি ব্যাগ, ল্যাপটপ ব্যাগও রয়েছে জনপ্রিয়তার তুঙ্গে। নকশিকাঁথার ফোঁড়ে নকশা করা ল্যাপটপ ব্যাগ দারুণ ট্রেন্ডি দেখায়।  
চটের তৈরি বানজারা ব্যাগ এখনকার ট্রেন্ড। চটের ব্যাগে কড়ি, চুমকি, পুঁতি, সুতার ঝালর, লেইস বসিয়ে ব্যাগে কারুকাজ করা হয়। কোনো ব্যাগে কাঁধে ঝুলিয়ে নেওয়ার জন্য চওড়া চেইন থাকে; কোনোটাতে থাকে না। কিছু ব্যাগের চওড়া চেইনেও চুমকি, পুঁতির কারুকাজ করা থাকে। টিনএজ থেকে শুরু করে মাঝবয়সীদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে ট্রেন্ডি বানজারা ব্যাগ। ঘুরতে যাওয়া থেকে পার্টিতে ব্যাগগুলো অসম্ভব মানিয়ে যায়। 
চামড়ার ব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গুটিপার স্বত্বাধিকারী তাসলিমা মিজি জানিয়েছেন কীভাবে চামড়ার ব্যাগের যত্ন নিতে হয়। তিনি বলেন, ‘চামড়ার ব্যাগ নিয়মিত ব্যবহার করলে তা এক দিন অন্তর পরিষ্কার করুন। একটি নরম কাপড় দিয়ে ব্যাগের ওপর লেগে থাকা ধুলা-ময়লা পরিষ্কার করে ফেলুন। এ ছাড়া বাজারে চামড়ার ব্যাগ পরিষ্কারের জন্য বিশেষ ধরনের ক্লিনজার পাওয়া যায়। তা দিয়ে বছরে দু’বার আপনার ব্যাগটি ভালো করে পরিষ্কার করলে একেবারে নতুনের মতো হয়ে যাবে। স্যাঁতসেঁতে ও পানি আছে এমন স্থান থেকে ব্যাগকে দূরে রাখা উচিত। পানি লাগলে চামড়ার ব্যাগে ফাঙ্গাস পড়ে যেতে পারে। খুব বেশিদিন এমন ব্যাগ ব্যবহার না করে আলমারিতে বা বদ্ধ স্থানে তুলে না রাখাই সুবুদ্ধির পরিচয়। চামড়ার বা লেদারের পণ্য যত ব্যবহার করবেন, ততই ভালো থাকবে।’
চামড়ার ব্যাগ ছাড়াও অন্যান্য ব্যাগের যত্ন নেবেন যেভাবে
কৃত্রিম চামড়ার ব্যাগ: দামে চামড়ার থেকে কম হওয়ায় দৈনন্দিন ব্যবহারের জন্য অনেকে কৃত্রিম চামড়ার ব্যাগ পছন্দ করেন। ব্যাগ দীর্ঘদিন আলমারিতে বা বদ্ধ জায়গায় আটকা থাকলে এমনিতেই নষ্ট হয়ে যায়। ব্যাগ ভালো রাখার জন্য রাখতে হবে খোলামেলা জায়গায়। নিয়মিত ব্যবহারে ব্যাগে ধুলা-ময়লা জমে যেতে পারে। এ কারণে প্রতিদিন ব্যাগটির যত্নে নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে মুছে পরিষ্কার করতে পারলে তা হেসে উঠবে ঝলমলিয়ে। 
কাপড়ের ব্যাগ: অনেকে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে বা ভিন্নতা আনতে বেছে নেন একটু আলাদা ধরনের ব্যাগ। সে ক্ষেত্রে কাপড়ের ব্যাগ থাকে পছন্দের শীর্ষে। কাপড়ের ব্যাগ পরিষ্কার করা খুব সহজ। সাধারণ ডিটারজেন্ট পাউডার দিয়ে বা লিকুইড ডিটারজেন্ট পানিতে গুলিয়ে পরিষ্কার করে নিলে ব্যাগ একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। পানি না নিংড়ে ভালো করে পানি ঝরিয়ে রোদে শুকাতে দিলে এমন ব্যাগ ভালো থাকবে। 
পাটের ব্যাগ: পাটের ব্যাগপ্রেমী যারা তাদের পোহাতে হয় কিছুটা বাড়তি ঝামেলা। এমন ব্যাগে বুননের ফাঁকে ফাঁকে খুব সহজেই ধুলা ঢুকে নোংরা হয়ে যায়। এসব থেকে দাগ তোলার জন্য অল্প গরম পানিতে ডিসওয়াশার ডিটারজেন্ট মিশিয়ে নিন। এরপর পুরোনো কোনো টুথব্রাশে মিশ্রণটি লাগিয়ে দাগের জায়গাটা ঘষে নিন। এতে দাগ চলে যাবে। তারপর কিছুক্ষণ বাতাসে মেলে রাখলে হবে। 
পার্টি ব্যাগ: বেশির ভাগ পার্টি ব্যাগে পুঁতি, পাথর, মুক্তা এবং বিভিন্ন উপকরণের নকশা করা কারুকাজ থাকে। এমন ধরনের ব্যাগ হররোজ ব্যবহার হয় না। এসব ব্যাগের যত্ন নিতে হয় একটু আলাদাভাবে। ব্যবহারের পর পার্টি ব্যাগ টিস্যু দিয়ে মুছে কিছুক্ষণ বাতাসে রেখে দিতে হয়। ছোট পার্সের ক্ষেত্রে বড় টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রাখতে পারেন। একটু বড় ব্যাগ হলে প্লাস্টিক বা পাতলা কাপড়ে মুড়িয়ে ড্রয়ারে তুলে রাখলে অনেকদিন ভালো থাকবে।
ব্যাগ কিনতে কোথায় যাবেন
গুটিপা, ব্যাগ প্যাকার্স, আড়ং, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, প্যাস্টেল ফ্লোরাল প্রভৃতি থেকে পছন্দের চামড়ার ব্যাগ কিনতে পারবেন অনায়াসেই। বাটা ও অ্যাপেক্স থেকেও পছন্দ করে কিনে নিতে পারেন পছন্দনীয় প্রয়োজনীয় ব্যাগ। কাপড়, পাট বা কিছুটা অন্য ধাঁচের ব্যাগ কিনতে চাইলে চলে যেতে পারেন দেশাল, আড়ং, কে ক্র্যাফট, মায়াসির, বাংলার মেলা, নাগরদোলা, বিবিয়ানা, রঙ বাংলাদেশ, অঞ্জন’স ইত্যাদিতে। কৃত্রিম চামড়ার ব্যাগ কিনতে পারবেন ঢাকার নিউমার্কেট, গাউছিয়া, শ্যামলী স্কয়ার, ফরচুন শপিং মল, টোকিও স্কয়ার, সীমান্ত স্কয়ার, মৌচাক মার্কেট, রাপা প্লাজা, মেট্রো শপিং মল, অরচার্ড পয়েন্ট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কিংবা যমুনা ফিউচার পার্ক থেকে। 

মডেল: সোনিয়া রিফাত; মেকওভার: পারসোনা
ব্যাগ: গুটিপা; ছবি: ফয়সাল সিদ্দিক কাব্য

সম্পর্কিত নিবন্ধ