সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এইচএসসি ব্যাচ-২৫’র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
Published: 20th, May 2025 GMT
শিক্ষাখাতে বাজেটের ২৫% বরাদ্দসহ বিভিন্ন দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এইচ.এস.সি ব্যাচ ২৫ এর বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অুনষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১১ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যাগে চাষারা ডাক বাংলো মিলনায়তনে এ সংবধর্না ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি কদম রসুল কলেজের সংগঠক আহাম্মেদ রবিন স্বপ্নের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুলতানা আক্তার, জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, কদম রসুল কলেজের সাবেক শিক্ষার্থী ইফতি আহাম্মেদ জিহাদ, কদম রসুল কলেজের শিক্ষার্থী নিলয় আহাম্মেদ, ফাহিমা আক্তার, নিহাদ আহাম্মদ,আসিফ আহাম্মেদ,তাইফা ইসলাম প্রমূখ।
আয়োজন শেষে সাংস্কৃতি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ২ দালাল আটক, দণ্ড
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসারে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দুই দালালকে আটক করে ভ্রামমান আদালত দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও, পাসপোর্ট অফিসের সামনে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
উক্ত দোকানসমূহকে অপসারণের জন্য এক সপ্তাহের সময়সীমা নির্ধারণ করে নির্দেশ প্রদান করা হয়। একই সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় একটি অস্থায়ী টিনের দোকান ভেকু (ভ্যাকুয়াম এক্সক্যাভেটর) ব্যবহার করে অপসারণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, অভিযান চলাকালে পাসপোর্ট অফিসের আশেপাশে দালালচক্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় এবং দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারার আওতায় দুইজন দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং উভয়জনকে এক হাজর টাকা করে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি, একটি পাসপোর্ট জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং নাগরিকসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এই রকম অভিযান পরিচালিত হবে।