কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার তথ্যটি জানিয়েছিলেন সিএনএন ব্রাজিলের সঞ্চালক বেঞ্জামিন ব্যাক। ব্রাজিল জাতীয় দলে নিজের সহকারী হিসেবে আনচেলত্তি নাকি কাকাকে নিয়ে আসতে চান। দুই পক্ষের মধ্যে এ নিয়ে নাকি যোগাযোগও হয়েছে। সংবাদমাধ্যমে তখন বিষয়টি গুঞ্জন পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও এখন আর তা নেই। কারণ, কাকা নিজেই এ নিয়ে কথা বলেছেন।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডার বলেছেন, সুযোগ পেলে তিনি ২০২৬ বিশ্বকাপে দেশকে সাহায্য করতে ‘প্রস্তুত’।

আরও পড়ুনসৌদি আরব ছেড়ে রোনালদো কি তাহলে ব্রাজিলেই যাচ্ছেন২০ মে ২০২৫

এসি মিলানে আনচেলত্তির অধীনে চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি সিরি ‘আ’ জিতেছেন কাকা। ব্যালন ডি’অরও জিতেছেন এই ইতালিয়ান কোচের অধীনেই। ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলা ৪৩ বছর বয়সী কাকার সঙ্গে আনচেলত্তির বোঝাপড়াও ভালো। সম্ভবত এই ভরসাতেই কাকা বলেছেন, তিনি নিজের কোচিং অভিজ্ঞতা সমৃদ্ধ করছেন এবং ব্রাজিল জাতীয় দলে ভূমিকা রাখতে চান।

ব্রাজিলের ইউটিউব চ্যানেল ‘কেজ টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেছেন, ‘(জাতীয়) দল যদি মনে করে আমি কোনোভাবে সাহায্য করতে পারি, আমার মনে হয় সে সময়টা এখনই। আমি প্রস্তুত।’

এসি মিলানে আনচেলত্তির অধীনে দারুণ সময় কেটেছে কাকার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বল ছ ন

এছাড়াও পড়ুন:

নড়াইলে সাপের কামড়ে ইমামের মৃত্যু

নড়াইলের সদর উপজেলার চাকুলিয়া গ্রামে জমিতে কাজ করার সময় সাপের কামড়ে হাদিয়ার রহমান খাঁন (৬০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে মারা যান তিনি। 

হাদিয়ার রহমান খাঁন চাকুলিয়া গ্রামের মৃত সমশের খাঁনের ছেলে। তিনি কৃষি জমি চাষাবাদের পাশাপাশি চাকুলিয়া জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন:

সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে অ্যান্টিভেনম না থাকার অভিযোগ

কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে ৭ সাপ, আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা

স্থানীয় সূত্রে জানা গেছে, হাদিয়ার রহমান খাঁন সোমবার বিকেলে জমিতে মাষকলাই রোপণ করতে যান। মাঠে কাজ করার সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। সন্ধ্যায় বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তারা তাকে নড়াইল আধুনিক আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক হাদিয়ার রহমান খাঁনকে মৃত ঘোষণা করেন।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাকচি বলেন, “হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান।”

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ