দুর্বৃত্তের হামলায় কবি হাসনাইন হীরা আহত
Published: 21st, May 2025 GMT
নরসিংদীর পলাশে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন কবি ও লেখক হাসনাইন হীরা। মঙ্গলবার রাতে উপজেলার খানেপুর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলার নিন্দা জানিয়েছেন।
আহত হীরা হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি। তাঁর পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বালিয়া মোড় থেকে মোটরসাইকেলে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় আসছিলেন তিনি। খানেপুরে পৌঁছালে নির্জন সড়কে একদল দুর্বৃত্ত জিআইয়ের কাঁটাযুক্ত তার হীরার গলা বরাবর এনে গতিরোধের চেষ্টা করে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তাঁর গলার বেশ কিছু অংশ কেটে যায়। এরই মধ্যে দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা তাঁকে নরসিংদী জেলা হাসপাতালে নেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হীরা দেশবন্ধু পলিমার কোম্পানিতে দীর্ঘদিন ধরে স্টোরের ব্যবস্থাপক পদে চাকরি করে আসছেন।
কবি হাসনাইন হীরা বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত। হামলাকারীরা আগে থেকে ওত পেতে ছিল। কেন তারা এটা করল, তা নিশ্চিত নই। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। সুস্থ হলে আইনি পদক্ষেপ নেব।
পলাশ থানার ওসি মনির হোসেন বলেন, ঘটনাটির পুরোপুরি খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। ভুক্তভোগী অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
হাসনাইন হীরার জন্ম সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হলেও এক যুগ ধরে তিনি নরসিংদীর পলাশে থেকে কবিতা চর্চা করছেন। ২০২০ সালে ‘বাঁক বাচনের বৈঠা’ নামে তাঁর একটি কাব্যগ্রন্থ জেমকন তরুণ কবিতা পুরস্কার অর্জন করে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আহত
এছাড়াও পড়ুন:
‘ছায়াযুদ্ধে’ বিএনপি ও এনসিপি
বিএনপি ও এনসিপির পৃথক কর্মসূচি হঠাৎ করেই রাজনীতিতে বেশ উত্তাপ তৈরি করেছে। বিএনপির নেতা-কর্মীরা মাঠে নেমেছেন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র করার দাবি সামনে রেখে। এরপর এনসিপি কর্মসূচি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে। দল দুটির দাবি ভিন্ন ভিন্ন হলেও এটাকে কার্যত পাল্টাপাল্টি বা ছায়াযুদ্ধ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
রাজনৈতিক সচেতন ব্যক্তিরা বলছেন, বিএনপি ইশরাকের ইস্যুতে জয়ী হয়ে অন্তর্বর্তী সরকারকে একটি ধাক্কা দিতে চায়—যার চূড়ান্ত লক্ষ্য দ্রুত জাতীয় নির্বাচন আদায় করা। পাশাপাশি এনসিপির ওপরও একটা রাজনৈতিক চাপ তৈরি করতে চায়। কারণ, বিএনপির নেতারা মনে করেন, এনসিপি একের পর এক ইস্যু সামনে এনে নির্বাচন পেছাতে চায়।
মেয়র পদে ইশরাক হোসেনের শপথের দাবিতে তাঁর সমর্থকেরা কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। বুধবার দুপুরে