দুর্বৃত্তের হামলায় কবি হাসনাইন হীরা আহত
Published: 21st, May 2025 GMT
নরসিংদীর পলাশে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন কবি ও লেখক হাসনাইন হীরা। মঙ্গলবার রাতে উপজেলার খানেপুর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলার নিন্দা জানিয়েছেন।
আহত হীরা হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি। তাঁর পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বালিয়া মোড় থেকে মোটরসাইকেলে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় আসছিলেন তিনি। খানেপুরে পৌঁছালে নির্জন সড়কে একদল দুর্বৃত্ত জিআইয়ের কাঁটাযুক্ত তার হীরার গলা বরাবর এনে গতিরোধের চেষ্টা করে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তাঁর গলার বেশ কিছু অংশ কেটে যায়। এরই মধ্যে দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা তাঁকে নরসিংদী জেলা হাসপাতালে নেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হীরা দেশবন্ধু পলিমার কোম্পানিতে দীর্ঘদিন ধরে স্টোরের ব্যবস্থাপক পদে চাকরি করে আসছেন।
কবি হাসনাইন হীরা বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত। হামলাকারীরা আগে থেকে ওত পেতে ছিল। কেন তারা এটা করল, তা নিশ্চিত নই। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। সুস্থ হলে আইনি পদক্ষেপ নেব।
পলাশ থানার ওসি মনির হোসেন বলেন, ঘটনাটির পুরোপুরি খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। ভুক্তভোগী অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
হাসনাইন হীরার জন্ম সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হলেও এক যুগ ধরে তিনি নরসিংদীর পলাশে থেকে কবিতা চর্চা করছেন। ২০২০ সালে ‘বাঁক বাচনের বৈঠা’ নামে তাঁর একটি কাব্যগ্রন্থ জেমকন তরুণ কবিতা পুরস্কার অর্জন করে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আহত
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি
চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।