রাজকীয় গয়না, শাড়ি বা পোশাকে প্রায়ই নজর কাড়েন নীতা আম্বানি। গত বছর মুকেশ–নীতা দম্পতির ছেলে অনন্ত আম্বানির বিয়ে নিয়ে হয়েছে নানা আলোচনা–সমালোচনা। সে আলোচনা শুধুই বলিউডপাড়াতেই থেমে থাকেনি, তা ছড়িয়ে গেছে সারা বিশ্বে। আয়োজনটা যখন এমন চোখধাঁধানো আর জমকালো, তখন তা নিয়ে তো আলোচনা হবেই। এবার নতুন করে আলোচনায় ভারতের ধনকুবের দম্পতি মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। তবে এবারের কারণটা একেবারেই ভিন্ন। প্রথমবারের মতো তাঁদের নাম উঠেছে টাইম সাময়িকীর সবচেয়ে দানশীল ১০০ ব্যক্তির তালিকায়।

টাইম সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, এই দম্পতি ২০২৪ সালে ৪০৭ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৫৮৫ কোটি টাকা) দান করেছেন। তাঁদের এ বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে ভারতের নাগরিকদের জীবনমান উন্নয়নে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তা কোটি কোটি ভারতীয়দের জীবনে প্রভাব ফেলছে।

মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি। এএনাই.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম ব ন

এছাড়াও পড়ুন:

নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ আরো ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত মেয়াদ বাড়িয়ে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার গত বছরের ১৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের কাজ সুসম্পন্ন করার স্বার্থে কমিশনকে ৩১ মে পর্যন্ত বর্ধিত সময় দিয়েছে।

গত বছরের ১৮ নভেম্বর নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হককে প্রধান করে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে সরকার। সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিষয়ে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে এ কমিশন গঠন করা হয় বলে তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়। কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছিল।

আরো পড়ুন:

সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে: ফখরুল

আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক
স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

গত ১৯ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন।

ঢাকা/হাসান/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ